![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে ৫ বছর বয়সী শিশুর ধর্ষক গ্রেপ্তার
"আবারও প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে দিল্লির বাসিন্দারা। তারা হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে বলে জানা যায়। নারী সংগঠনগুলো দাবি করছে সমাজটা বিকৃত রুচির লোকে ভরে গেছে। নারী নির্যাতন রোধে সামাজিক উদ্যোগ গ্রহণের দাবি করেন তারা।"
ঐ সব "শীলা কি জাওয়ানী" "মুন্নী বদনাম" টাইপের আইটেম সঙের কুফল কি ভারতীয়রা স্বীকার করবে না? আর আমরা বাংলাদেশীরাও কি উটপাখির মত বালিতে মাথা গুঁজে থেকে বিকৃত রুচির পুরুষদের দিকেই শুধু তর্যনী উঠাব? কিন্তু সেটাতো হিমবাহের ভেসে থাকা অংশ মাত্র; অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, যৌনতায় ঠাঁসা সবকিছুর এমন নির্বিচার প্রচার ও প্রসার অব্যাহত রেখে, যুবক-যুবতীদের যৌনতার মাদকতায় বুঁদ করে দিয়ে কীসের সামাজিক উদ্যোগ আর কীসের কি?
২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
লালমিয়াভাই বলেছেন: পত্রনবিস বলেছেন: পাচ বতছরের পুলার মেসিন খারাইল কেমতে ????????
আপনি বুঝতে ভুল করছেন, ৫ বছর বয়সী ধর্ষক নয়, ৫ বছর বয়সী শিশুর ধর্ষক গ্রেপ্তার।
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
ভালোরনি বলেছেন: পুরা ইন্ডিয়া কি কুস্তাই মলম খাইছে নাকি? এগো এতো তেল হইলো কেমতে?
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
পত্রনবিস বলেছেন: পাচ বতছরের পুলার মেসিন খারাইল কেমতে ????????