নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

পিতৃপরিচয়ের ব্যাপারে মিথ্যাচারীর ফয়সালা

২৩ শে মে, ২০১৩ রাত ৮:১২

আবূ যার (রাঃ) হতে বর্ণিত; তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি নিজের পিতা সম্পর্কে অবগত থেকেও অপর কাউকে পিতা বলে দাবী করে, সে কুফরী করল। আর যে নিজেকে এমন বংশের বলে দাবী করে যে বংশের সাথে তার কোন সম্পর্ক নেই, সে নিজের বাসস্থান জাহান্নামে তৈরী করে নিল। আর যে ব্যক্তি অপর ব্যক্তিকে কাফির বলে ডাকল, অথবা বলল হে আল্লাহর দুশমন, অথচ সে এরূপ নয়, তখন এ বাক্য তার নিজের দিকেই ফিরে আসবে। (সহীহ মুসলিম ৬১) [http://sunnah.com/muslim/1]





আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা নিজেদের পিতৃপরিচয় থেকে বিমুখ হয়ো না। কেননা, যে ব্যক্তি পিতৃপরিচয় দিতে ঘৃনাবোধ করল , সে কুফরী করল। (সহীহ মুসলিম ৬২)





সায়াদ ও আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত; উভয়ে বলেনঃ আমার দ'কান শুনেছে এবং আমার অন্তর সংরক্ষন করেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপরকে স্বীয় পিতা বলে দাবি করে অথচ সে ভালোভাবেই জানে যে সে তার পিতা না, তার জন্য জান্নাত হারাম। (সহীহ মুসলিম ৬৩)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.