![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখিকাঃ সিফাত মাহজাবিন
কোন বাংলাদেশী যদি বাংলাদেশের ব্যনারে কোন বিদেশী পুরস্কার অর্জন করে অথবা কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১ থেকে ১০ এর মধ্যেও থাকে তাহলে আমাদের গর্বের কোন শেষ থাকে না। হিমালয় আরোহণ বা সিলিকন ভ্যালির রচনা প্রতিযোগিতা অথবা গনিত অলিম্পিয়াড, যাই হোক না কেন, মিডিয়ার কাভারেজের কোন কমতি সেখানে পাওয়া যাবে না। আমরা গর্বিত জাতি, তাই গর্ব করাটাই স্বাভাবিক। শুধু কি তাই? বাংলাদেশী বংশোদ্ভূত যে কোন ভিনদেশী, যে হয়তো ভালো করে বাংলাই বলতে পারে না (অন্যান্য ভাষার ভিড়ে তার মাতৃভাষা শেখার সময় ও সুযোগ হয় নি), তাকে নিয়ে আমাদের উচ্ছ্বাসের শেষ নাই। সংবাদপত্রে বিশেষ রিপোর্ট থেকে শুরু করে প্রাইভেট টিভির 'ঘরের কথা পরে জানলো ক্যমনে' টাইপের অনুষ্ঠানে তার এক্সক্লুসিভ ইন্টারভিউ নেয়া হয়। কর্ণ ফ্লেক্স, বেগেল আর পিতজা খেয়ে অভ্যস্ত সেই ব্যক্তিও তখন তার প্রিয় খাবারের নাম বলতে গিয়ে পান্তা ভাত আর শুঁটকি ভর্তা বলতে বাধ্য হয়! আর যদি ক্রিকেট খেলা হয় তাহলে তো কোন কথাই নাই। Endangered species রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবন যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন, একদিনের জন্য মুখে উল্কি এঁকে সবাই বেঙ্গল টাইগার সাজি। আমরা আবেগপ্রবন জাতি, তাই আবেগের বহিঃপ্রকাশ একটু বেশী তো হবেই! এতে দোষের কিছু নাই। তবে এখানে একটা কিন্তু আছে।
ফারিহা তাসনিম নামের ছোট্ট মেয়েটি যখন ২০১৩ সালের মে মাসে জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের সেরা বালিকা হাফেজা হিসাবে প্রথম স্থান অধিকার করে, তখন গুগল সার্চ দিয়েও কোন বাংলা সংবাদপত্রে তার নাম খুঁজে পাওয়া যায় না। ভিন্ন ভাবে সক্ষমদের জন্য কিছু করার নিমিত্তে যে সব বুদ্ধিজীবীদের চোখে ঘুম নাই তারা কি জানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভির এর কথা? সে ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় (৩০ পারা ক্যটাগরিতে) বিশ্বের ৭৩ টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে? শুধু তাই নয়, সৌদি আরবে অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় ৩৪ বছরের ইতিহাসে এই প্রথম (২০১২ সালে) কোন দেশ (বাংলাদেশ) প্রতিটি গ্রুপে প্রথম স্থান লাভ করে। হাফেজ মহিউদ্দিনের নাম কেউ শুনেছেন? সে ২০১২ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত কুরআনে হাফেজ প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের ভেতর ২য় স্থান অর্জন করে। কোন টিভি চ্যানেল কি এই সকল হাফেজ ও হাফেজাদের কে নিয়ে কোন অনুষ্ঠান করেছে?
বাংলাদেশীদের সকল আবেগ, উচ্ছ্বাস ও গর্ব এই অর্জনগুলোতে এসে কর্পূরের মত উড়ে যায়! আমি ভেবে কুল কিনারা পাই না, এমন ডাবল স্ট্যান্ডার্ডের কারণ কী? কি অসুস্থ, সংকীর্ণ, নোংরা মানসিকতার জাতি আমরা, ভাবতেই লজ্জা লাগে! "ছি" বলে থুতু দেব সেটাও সম্ভব না, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়েই থুতু পরে কিনা!
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩০
শেরজা তপন বলেছেন: মুল লেখিকাকে ধন্যবাদ- ভাল লিখেছেন। আর আপনাকে শেয়ার করবার জন্য।
৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
মি.সিম্পলম্যান বলেছেন: ইহাই পরম সত্য। মিডিয়া তার স্বার্থের জন্য সত্যবাদী আর সার্থের জন্যই মিথ্যাবাদী। দে ওয়ার্ক অনলি ফর মানি নট ফর ট্রুথ।
৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯
শিব্বির আহমেদ বলেছেন: মি.সিম্পলম্যান বলেছেন: ইহাই পরম সত্য। মিডিয়া তার স্বার্থের জন্য সত্যবাদী আর সার্থের জন্যই মিথ্যাবাদী। দে ওয়ার্ক অনলি ফর মানি নট ফর ট্রুথ।
সহমত
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১৯
কক বলেছেন: যথার্থই......