![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখিকা: Nayla Nuzhat
সৌদি আরব যাওয়া আসার সময় প্রতিবারই একটি দৃশ্যের সম্মুখীন হতে হয়। অবশ্য যাচ্ছি না আসছি তার ওপর দৃশ্যটা একটু বদলায়। দেশে যাওয়ার সময়, এয়ারপোর্টের বাইরে অনেকেই যারা বোরখা পরে ছিলেন তাঁদের দেখা যায় বোরখা খুলে প্লেনে উঠতে। আর যদিবা প্লেনে বোরখা থাকে, ঢাকা এয়ারপোর্টে নেমে সেটা চালান হয়ে যায় হ্যান্ড লাগেজে।
আর দেশ থেকে ফেরার সময়? প্লেনে যাকে দেখলাম পর্দা বিহীন, নেমে তাঁকেই আর চিনতে পারি না বোরখা আর নিকাবের মাঝখানে। বুঝাই যাচ্ছে এখানে বোরখা পরার সাথে দ্বীনের সম্পর্ক নেই। তাই ব্যাপারটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। শুধু একটা কথা ভেবে মজা লাগে। রিজিকের কারণে মানুষ যেমন সালোয়ার কামিজ ছেড়ে ছোট কাপড় পরে, তেমনি আবার বোরখা নিকাব ও ধরতে পারে-- সে বেলায় গরমটা মনেহয় আর তেমন কোনও বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না!
এসবের মাঝখানে আমরা ভুলেই যাই, যে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে!
২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
ব্যতীপাত বলেছেন: বোরখার সাথে যেমন দ্বীনের সম্পর্ক নেই ,তেমনি পর্দারও সম্পর্ক নেই ।বোরখা ছাড়া বেগম রোকেয়া,সুফিয়া কামাল রা কি পর্দার বাইরে ছিলেন ? ঘোমটার মধ্যেও খেমটা নাচা যায় ।এটা আসলে দেখানোর ব্যাপার হয়ে গেছে যে আমি মুসলমান ।পাশ্চাত্তে এটা আইডেন্টিটির ।তবে অনেকেই বাধ্য হয়ে বা চাপে পড়ে পরেন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৭
ৈতয়ব খান বলেছেন: বর্তমানে বেশিরভাগ মানুষের কাছে ইসলাম হচ্ছে অন্ধ লোকের হাতি দেখার মতো। ওরা গুঢ় ও লঘু বিষয়গুলো জানেই না। লেখিকা আপনি কাকে সচেতন করতে চান? যারা........................
আপনার পোস্টের জন্য ধন্যবাদ