নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

সানি লিওন ও অন্যান্য নায়িকাদের নামযুক্ত পোষাক

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

ঈদ ঘিরে বরাবরের মতো এবারও ঢাকার বিপণীবিতানগুলোতে ভারতীয় থ্রি-পিস ও থান কাপড়ের পসার জমেছে।



নতুন নতুন ডিজাইন ও জাকজমকপূর্ণ এসব থ্রি-পিস পেয়েছে ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের নাম। এর মধ্যে সবচেয়ে দামি থ্রি-পিসের নাম দেওয়া হয়েছে বলিউডের অভিনেত্রী সানি লিওনের নামে, আগে ইন্দো-কানাডিয়ান পর্নো চিত্রে অভিনয়ের জন্য যাকে নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা।



তবে কাজ আর ফ্যাশন ভেদে ঈদপোশাক সানি লিওনেও রয়েছে দামের ভিন্নতা। সর্বনিম্ম ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৫২ হাজার টাকায় এ পোশাক বিক্রির কথা জানিয়েছেন দোকানিরা।



মা বোনদের বলছি, দয়া করে এই সব (দেহব্যবসায়ী দুশ্চরিত্রা নায়িকাদের) ড্রেস গায়ে চাপিয়ে নিজের ব্যাক্তিত্ব নষ্ট করবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

অক্টোপাস বলেছেন: মা বোনদের বলছি, দয়া করে এই সব (দেহব্যবসায়ী দুশ্চরিত্রা নায়িকাদের) ড্রেস গায়ে চাপিয়ে নিজের ব্যাক্তিত্ব নষ্ট করবেন না। তাহলে মনে হবে তাদের শারিতে আপনারও ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.