![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক: ধ্রুব নীল
তীব্র গরমের এই অসহনীয় জানজটের শহরে যখনি কিছুটা শীতের আমেজ এসেছে, ঠিক তখনি মনে পরে গেল তোমার কথা।
কেমন আছো তুমি? অনেকদিন হয়ে গেল তোমাকে ভালবাসার দৃষ্টি নিয়ে পড়া হয়না। তারপরো আমিতো তোমার পুরনো পাঠক। একজন পুরনো পাঠক হিসেবে আজ তোমাকে খুব মূল্যায়িত করতে ইচ্ছে করছে। শুরু করে দেই?
#শনিবারে "ছুটির দিনে" নামক ক্রোরপত্র বের কর তুমি। কি অসাধারন সব ফিচার তোমার এই ক্রোরপত্রে। 'ঘরমন জানালা' নামক ফিচারে তুমি নিয়মিত পাঠকদের প্রেম ভালবাসার কাহিনী তুলে ধরতে। কি গভীর মনযোগে পড়তাম সেসব একসময়। সুখময় প্রেম, ছ্যাকাময় প্রেম পড়তে পড়তে মনের পটের ফ্রেমে নিজের কল্পিত প্রেমিকার ছবি ঝুলিয়ে রাখতাম। কবে একটি প্রেম করব? কবে আমার প্রেমের গল্প পাঠক পাঠিকারা পড়বে ঘরমন জানালায়...?
এসব কি স্বপ্ন দেখাতে আমায় বলতো?
আর মেহতাব খানমকে বানিয়ে রেখেছো প্রেম রোগের ডাক্তার হিসেবে। যাবতীয় প্রেম জাতীয় সমস্যার সমাধান দাতা উনি। আহা... কবে যে এক প্রেম রোগে পড়ব?
#সোমবার বের করতে 'আলপিন' নামক ক্রোরপত্র। প্রিয় নবী মুহাম্মাদ (সা) এর ব্যাঙ্গচিত্র প্রকাশের কারনে ব্যান হয়ে যায় আলপিন। বিশ্বাস করবে আমার খাটের নিচটা আলপিন দিয়ে ভরা ছিল একসময়?
কি নেশায় পরে গিয়েছিলাম তোমার আলপিনের। প্রেম ভালবাসা নিয়ে রসবোধ উপস্থাপনা আর ছেলেমেয়েদের ডেটিং এর কার্টুন চিত্রগুলো আমায় এত টানতো...!
আলপিন ব্যান হবার পর বের করলে রস+আলো। যেই লাউ সেই কদু। ধর্মকে অবমাননা আর তরুন সমাজকে প্রেমের রসবোধ না বোঝাইতে পারলে তোমাদের যেন ঘুম আসেনা, তাইনা?
#মঙ্গলবারে থাকতো "নকশা"। আহা! নারীর সৌন্দর্য্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে তোমার সে কি প্রাণানন্তকর চেষ্টা !
গরম কালে মেয়েদের ফুলহাতা জামা পরা ঠিক হবেনা, টি শার্ট আর জিন্স পরতে হবে, ঠোটে কোন কালারের পমেট, লিপস্টিক দেয়া উচিত্ সেই বনর্না, নখের যত্ন কিভাবে নিতে হবে, ছেলেদের সামনে কিভাবে নিজদের উপস্থাপন করতে হবে...ব্লা ব্লা ব্লা...
মেয়েদের ফোর টুয়েন্টি ক্যারেক্টার বানানোর পুরো দায়িত্ব যেন তোমার একার উপর পরেছে, তাইনা?
#বৃহশ্পতিবারের আনন্দ... কি বলব? এ সপ্তাহে প্রভা, পরের সপ্তাহে বিন্দু, তারপর শখ... তাদের জীবনযাত্রা কেমন, কি খেতে পছন্দ করে, অবসর সময়ে তারা কি করে... বর্নণার শেষ নেই তোমার। তরুন প্রজন্মের কাছে একরকম আইডল বানিয়ে ফেলেছ তাদের। অথচ দু'দিন পরপর এদের স্ক্যান্ডাল বেরুনের খবর আসে পত্রিকাগুলোতে।
তুমি টাঙ্গাইল, ময়মনসিংহ, দৌলতদিয়ার পতিতালয় নিয়ে বিরাট রিপোর্ট কর, অথচ তোমার আইডলরা পরিচালক-প্রযোজকদের কাছে শরীর বিক্রি করে অভিনয়ের চান্স নেয়, সে নিয়ে তোমার রিপোর্ট আসেনা কেন বলতে পারবে?
কখনোতো তোমার পত্রিকায় দেখলাম না, "আমাদের মেরিল লাক্স সুন্দরীরা সবচেয়ে বড় পতিতা" শিরোনামের কোন রিপোর্ট। (execption honest actress).
কেন?
তরুন প্রজন্ম সতর্ক হবে বলে??
তুমি ইদানিং নতুন ভং ধরেছ- "পথ হারাবেনা বাংলাদেশ।"
তরুন প্রজন্মকে ভূল পথের ঠিকানা দেখিয়ে বলছ পথ হারাবেনা...। লজ্জা করেনা?
তুমি কি জানো তোমার জনক মতিউর রহমানে ছেলে একজন মাদকাসক্ত? (লিংক কমেন্ট)
যে মতিউর রহমান নিজের সন্তানকে বদলাতে পারেনা, সে কিভাবে পুরো দেশকে বদলানোর স্লোগান দেয়... আমি ভেবে পাইনা।
Click This Link
প্রথম আলো,
অনেকখানি ঘৃণার আবেশ তৈরী হয়েছে তোমার জন্য। দীর্ঘ তিন বছর ধরে তোমার ক্রোরপত্রগুলো দেখিনা।
তোমাকে মূল্যায়িত করতে গিয়ে শুধু এ কথাই মনে হয়েছে, আজকের তরুন প্রজন্মকে ধর্মীয় আদর্শ থেকে দূরে রাখতে তুমি দৃঢ় আত্ম প্রত্যয়ী। তাই চোরকে ধর্মের কাহিনী শুনিয়ে কোন কাজ হবেনা।
শোনাতে হবে তাদের, যারা আগামীর সম্ভাবনার বিবেক। সেই তরুন প্রজন্মদের...
হে তরুন,
বিভ্রান্ত হয়োনা মানুষের তৈরী করা লোভনীয় ফাঁদে। বরং আস্থা রাখো আসমানী কিতাবের উপর, যা স্রষ্টা কর্তৃক নির্দেশিত। এখানেই তোমার মুক্তি ও চিরকল্যাণ নিহিত রয়েছে।
হে বন্ধু,
এসো সেই মুক্তির কাতারে যার একমাত্র ঠিকানা সুবিশাল জান্নাহ।
আমরা তোমার জন্য অপেক্ষা করছি....!!
২| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: প্রথম আলো যখন ভাবলো চিত্রপরিচালক মাসুদের এক্সডিন্টের পর যোগাযোগ মন্ত্রী স হ আওয়ামী দুর্নীতি চোখে আঙ্গুল দিয়ে দেখাবে তখন আওয়ামী পা চাটা শুয়োর গুলো তার পিছে লাগলো।
জামাতের বিরোধীতা সাথে বিএনপির আমলের দুর্নীতির সচ্চিত্র শ্বেতপত্র দৈনিক প্রকাশ করতো এই প্রথম আলো। আর যায় কই, তখন থেকেই এদের চক্ষুশূল।
বাকী থাকে হলুদ সাংবাদিকতা আর সুশীলতা। বলি বাংলাদেশের এমন একটা পত্রিকা দেখান কেউ যারা সর্বোচ্চ বিশুদ্ধতা এবং সামাজিক দ্বায়বদ্ধতার কাজটা বজায় রেখেছে।
পারবেন না, কারন দিন শেষে সকল দলের পা চাটা কুকুরগুলো একই জায়গার মল খায়। তাই সামান্য ভুল পেলেই আকাশ পাতাল এক করে এর পেছনে লাগে।
ভালো কিছুকে ভালো বলতে না পারার ব্যার্থতা নিজেরই!
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
স্বপনচারিণী বলেছেন: প্রচারণা দিয়ে শুধু পকেট ভর্তি হবে আর কিছুনা। নিজেকেই সচেতন হতে হবে। ভাল-মন্দ নির্বাচন করতে হবে। 'নকশা' আমার কাছে নেশার মত। অপেক্ষায় থাকি মঙ্গলবারের জন্য। কিন্তু এর ভেতরের নারীর সৌন্দর্য বা পোশাক কোনটাই আমার মন কাড়েনা। আমার ভাল লাগে রান্নার রেসিপি, গৃহস্থালির টুকিটাকি, আর শিশুর যত্ন নিয়ে লেখাগুলো। কপিগুলোর প্রায় সবই আমার সংগ্রহে আছে। কাল এটিএন এ দেখলাম তরুণ প্রজন্ম হুক্কার মধ্য দিয়ে সিসা গ্রহণ করছে। ক্যামেরায় ধরা পরে দোষ দিচ্ছে ম্যানেজারকে, ম্যানেজার দোষ দিচ্ছে ওয়েটারকে। কী হাস্যকর তাই না! ওদের কী সৃষ্টিকর্তা জ্ঞান-বুদ্ধি দিয়ে পাঠান নি?
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
মহিদুল বেস্ট বলেছেন: আসলেই ভং