নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা বিপ্লব চাই।

দোদূল্যমান

দোদূল্যমান › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের শরিয়া বোর্ডের সদস্য সালেহ আল ফৌজান কি বলেছেন, আর কি গুজব ছড়ানো হচ্ছে ?

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২২

সৌদি আরবের শরিয়া বোর্ডের সদস্য সালেহ আল ফৌজান কি বলেছেন, আর কি গুজব ছড়ানো হচ্ছে ?



ইসরাঈল হল ইয়াকূব আ: এর উপাধি তাই সংশোধনের জন্য উচ্চতর শরিয়া বোর্ডের সদস্য সালেহ আল ফৌজান বলেছেন : ইসরাইলকে অভিশাপ দেয়া হারাম



এক অডিও বার্তায় এই ফতোয়া জারি করে তিনি বলেছেন, কেউ কেউ বলে, ইসরাইলের ওপর আল্লাহর অভিশাপ বা গজব নাজিল হোক্ — এতে হজরত ইয়াকুবও (আ.) অভিশাপের লক্ষ্যবস্তুতে পরিনত হন ।



তাই মুসলমানদের উচিত ইসরাইলের ওপর অভিশাপ না দেয়া, বরং তাদের বলা উচিত ইহুদিদের ওপর আল্লাহ্র অভিশাপ নাজিল হোক !



এখন ইহুদী খৃষ্টানদের এজেন্টরা সেই সহজ ফতোয়াটির অপব্যখ্যা দিয়ে মুসলমানদের মনে সন্দেহের সৃষ্টি করে মুসলমানদের মাঝে বিভেধ গড়ে দিতে সফল হয়েছে । মাথা মোটা নাম সর্বস্ব মুসলমানরাই মুসলমান উম্মাহর বড় শত্রু, ইহুদী বা খৃষ্টান নয় !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: এত বড় মুফতি হইছে আর এইটুকু জ্ঞান নাই যে কেউ জেনে বুঝে হযরত ইয়াকুব (আ) কে অভশাপ দিতে যাবনা। যারা অভিশাপ দেয়, তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলকেই দেয় । এইসব নামকাওয়াস্তে কাঠমোল্লাদের নলেজ এই লেভেলে আছে বলেই মুসলিমরা আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে হাসির পাত্র।

বুখারি শরীফের প্রথম হাদীস, "ইন্নামাল আ'মালু বিন্নিয়্যাত"।
তাই মুহাম্মদ নামধারী কেউ যদি কোন অপকর্ম করে থাকে, তাকেও অভিশাপ দেয়া জায়েজ আছে - আমি ঐ কাঠ মুফতিকে চ্যলেঞ্জ করছি

২| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

ইউরো-বাংলা বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: এত বড় মুফতি হইছে আর এইটুকু জ্ঞান নাই যে কেউ জেনে বুঝে হযরত ইয়াকুব (আ) কে অভশাপ দিতে যাবনা। যারা অভিশাপ দেয়, তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলকেই দেয় । এইসব নামকাওয়াস্তে কাঠমোল্লাদের নলেজ এই লেভেলে আছে বলেই মুসলিমরা আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে হাসির পাত্র।

বুখারি শরীফের প্রথম হাদীস, "ইন্নামাল আ'মালু বিন্নিয়্যাত"।
তাই মুহাম্মদ নামধারী কেউ যদি কোন অপকর্ম করে থাকে, তাকেও অভিশাপ দেয়া জায়েজ আছে - আমি ঐ কাঠ মুফতিকে চ্যলেঞ্জ করছি

একমত

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

দাকুড়াল বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: এত বড় মুফতি হইছে আর এইটুকু জ্ঞান নাই যে কেউ জেনে বুঝে হযরত ইয়াকুব (আ) কে অভশাপ দিতে যাবনা। যারা অভিশাপ দেয়, তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলকেই দেয় । এইসব নামকাওয়াস্তে কাঠমোল্লাদের নলেজ এই লেভেলে আছে বলেই মুসলিমরা আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে হাসির পাত্র।

বুখারি শরীফের প্রথম হাদীস, "ইন্নামাল আ'মালু বিন্নিয়্যাত"।
তাই মুহাম্মদ নামধারী কেউ যদি কোন অপকর্ম করে থাকে, তাকেও অভিশাপ দেয়া জায়েজ আছে ।
কঠিন ভাবে একমত

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

মুদ্‌দাকির বলেছেন: আমারও মনে হয় ইসরাইল(=আবদুল্লাহ) নামটা ধরে গালি গালাজ করা ঠিক হবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.