![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর পরই, এই ঘটনার তদন্ত কাজ শুরু হওয়ার আগেই, সিলেট শহরে ছাত্রলীগ নেতা, গনজাগরণমঞ্চের নেতা ও বাম ধারার রাজনৈতিক দলের নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলের সামনে বহন করা ব্যানার ফেস্টুন গুলোতে অভিজিৎ হত্যার সুষ্ঠু বিচার দাবীর বদলে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যে ভরা মন্তব্যে ছিল ভরপুর। কোনও কিছু প্রমাণ হওয়ার আগেই, একটি ধর্মকে কটাক্ষ করে এভাবে যখন কিছু ছাত্রনেতা ও মানুষেরা রাস্তায় নেমে পড়েন তখন আমরা এ থেকে কি বার্তা গ্রহণ করবো? এটা কি স্পষ্টত ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ নয়? এ যুদ্ধ কি স্রেফ ইসলামের বিরুদ্ধে নয়? যদি এ যুদ্ধ হত্যাকারীদের বিরুদ্ধে হতো, সন্ত্রাসীদের বিরুদ্ধে হতো কিংবা ইসলাম ধর্মের অপ-প্রয়োগকারীদের বিরুদ্ধে হতো তাহলে সেই মিছিলে ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যে ভরা প্ল্যাকার্ড ও ফেস্টুনের প্রাধান্য ছিল কেন? তারা তো “মুক্তমনা”, তো এক্ষেত্রে তারা কেন মুক্তমন নিয়ে চিন্তা করলে ব্যর্থ হলেন?
এই অভিজিৎ হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই ছাত্র ইউনিয়ন বুটেক্স সভাপতি ফারুক সাদিক তার ফেসবুক স্ট্যাটাসে চরম সাম্প্রদায়িক ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করেন, তিনি বলেন “ইসলাম এই ভূখণ্ডে ঢুকেছেই নালন্দার লক্ষ লক্ষ জ্ঞানসাধককে পুড়িয়ে মেরে, মেরেই চলেছে অদ্যাবধি। আর জন্ম দিচ্ছে একেকটা মুসলমান, একেকটা উন্মত্ত কুকুর। এই পাগলা কুকুরের হাত থেকে মুক্ত হোক আমার জন্মভূমি। শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত লাগাতার তোদের ধর্মকে আক্রমণ করবো, মুসলিমের বাচ্চারা। অভিজিৎ রায়ের রক্তের শপথ”। তথাকথিত প্রগতিশীলদের ইসলাম বিদ্বেষ যখন এতোটা চরমপন্থী রূপ নিয়েছে তখনও কি এদেরকে মুক্তমনা আর অসাম্প্রদায়িক বলা যায়?
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:০২
এস এম ইসমাঈল বলেছেন: যারা মেধাহীন, রুচিহীন, কুটিল, তারা সব সময় হয় ষড়যন্ত্র করে, নয়ত ষড়যন্ত্রকারীদের সহায়তা করে। সোজা পথে না গিয়ে চোরা গলিতে গিয়ে বাসা বাঁধে আর ষড়যন্ত্রের ফাঁদ পাতে। যুক্তি-তর্কে হেরে গিয়ে এরা পেশী শক্তি ব্যবহার করে। সোজা ও সরল পথে না গিয়ে এরা অস্ত্রের ভাষায় কথা বলে। মুক্ত মনা নিরীহ নিরস্ত্র মানুষদের অযথা হত্যা করে এরা পৈশাচিক আনন্দে মাতে। সংস্কৃতিমনা রুচিবান মানুষেদের এরা সব সময় ঘৃণা করে আর সু্যোগ পেলে আক্রমন করে বসে। আর কিছু না পারলেও অন্তত তাঁদের ইমেল বা ফেসবুক আইডি হ্যাক করে নিজেদের বিকৃ্ত রূচি ও নিচু মনের পরিচয় জাহির করে।এসব বিকৃত রুচির নরাধমদের ঘৃণা করতেও আমার রুচিতে বাধে।। ধিক শত ধিক ঐ নোংরা মনের পশুদের।।