নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরুষ

এপিটাফের গল্পগুচ্ছ্

https://soaib.me/

এপিটাফের গল্পগুচ্ছ্ › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী প্রজন্মের কাছে খোলা চিঠি

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

প্রিয় পরবর্তী প্রজন্ম,
তুমি পালসার, আর 15, এফজেড, এ্যাপাচী এইসব নিয়ে রাস্তায় রেস করো। তীব্র শব্দে পথচারী কে ভড়কে দাও। তুমি কি বুঝবে গ্রামের মেঠোপথ দিয়ে গরু কিংবা মহিষের গাড়িতে করে চলতে চলতে হটাৎ গাড়ি থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার দৌড়ে গাড়িতে চরে বসার মজা?
তুমি ডিএসএলআর গলায় ঝুলিয়ে রাস্তা ঘাটে পথশিশু, ভিখারি মা, ডাস্টবিনে খাবার খোঁজা কাকের ছবি তুলে ফটোগ্রাফার সাজো। তুমি কি বুঝবে ক্যামেরার একটা ফ্লিম কিনে ৩৬ টা ছবি উঠার পরও হটাৎ ভাগ্যক্রমে একটা বোনাস ছবি উঠার মজা?
তুমি আইপড ঝুলিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পেছন থেকে হর্ন দেওয়া গাড়ির কথা ভুলে যাও। তুমি কি বুঝবে ফিতা ক্যাসেটের সেই ফিতা মাঝে মাঝে প্যাঁচ লাগলে কলম ঢুকিয়ে ফিতা ঠিক করার মজা?
তুমি কম্পিউটারের হার্ড ডিস্ক ভরিয়ে ফেলেছো ছবিতে। তোমার ফোল্ডারে ফোল্ডারে ছবি, হিডেন ফোল্ডারে ছবি। তুমি কি বুঝবে কাগজের এ্যালবাম থেকে কাগজের ছবি নষ্ট যাতে না হয় সেজন্য মাঝে মাঝে বের করে পাউডার মাখিয়ে রোদে শুকাতে দেওয়ার মজা?
তুমি বাথরুমে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে শতশত লাইক পাও, সেলফি তোল, কুলফি তোল। কোনটার চোখ বন্ধ হইছে, কোনটার জিহবা বের হইছে বলে সাথে সাথে ডিলিট করে দাও। তুমি কি বুঝবে স্টুডিও তে যেয়ে দেওয়ালে আঁকানো তাজমহল কিংবা কোন সুন্দর দৃশ্যর পাশে দাঁড়িয়ে 3R সাইজের একটা ছবি উঠিয়ে সেই ছবি কেমন হইছে না হইছে সেটার জন্য টেনশান করতে করতে ছবি হাতে পাওয়ার জন্য ৫/৭ দিন অপেক্ষা করার মজা?
তুমি কেএফসি তে মুরগীর রান চাবাও, স্টারে যেয়ে কাচ্চি বিরিয়ানি খাও। তুমি কি বুঝবে কটকটিওয়ালার ডুগডুগির শব্দ শুনে বাসা থেকে খুঁজে খুঁজে ছেঁড়া স্যন্ডেল, লোহার টুকরা এইসব নিয়ে এসে এইসবের বিনিময়ে কটকটি খাওয়ার মজা?
তুমি টেম্পল রান খেলো, তুমি ফ্রুট নিনজা খেলো, তুমি এনএফএস খেলো। খেলতে খেলতে মোবাইলের চার্জ শেষ করে ফেলো। তুমি কি বুঝবে আইস্কোপ বাইস্কোপ কিংবা পুলিশ পুলিশ কৌন হো খেলার মজা?
তুমি তোমার প্রিয় মানুষটার সাথে ২৫ পয়সা কলরেটে সারারাত প্রেম করো, ফ্রি এসএমএস পাঠাও, এমএমএস পাঠাও। ভিডিও চ্যাট করতে করতে অনেক কিছুই করে ফেলো। তুমি কি বুঝবে প্রিয় মানুষটাকে সুগন্ধি কাগজে, রঙিন কলমে লেখা চিঠি স্মৃতিসৌধের ছবি সম্বলিত ডাকটিকিটযুক্ত আড়াই টাকা দামের সেই হলুদ খামে করে পোস্ট অফিসের ডাকবাক্সে ফেলে দিয়ে এসে চিঠির জন্য অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করার মজা?
তুমি ঈদের দিন ফোনে প্রিয় মানুষগুলোকে ক্ষুদেবার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাও। কখনো আবার মেইলে ই-কার্ড পাঠাও, ফেসবুকে ঈদের শুভেচ্ছা সম্বলিত ছবি আপলোড করে অন্যকে ট্যাগ করে অন্যের বিরক্তির কারন হও। তুমি কি বুঝবে ঈদের ১৫ দিন আগে থেকেই বাজার থেকে খুঁজে খুঁজে অনেক পছন্দ করে কেনা ঈদকার্ড প্রিয় মানুষগুলোকে দেওয়ার মজা?
তুমি 3D মুভি দেখতে যাও, চক্ষে চশমা লাগিয়ে পর্দার এ্যানাকোন্ডা কিংবা ডাইনোসোর কে একেবারে জীবন্ত মনে করে পপকর্ণ চাবাইতে চাবাইতে ভয়ে চিৎকার দিয়ে ওঠো। তুমি কি বুঝবে এক টাকা, দুই টাকা কিংবা সামান্য কিছু চালের বিনিময়ে সত্যিকার সাপ দিয়ে সাপুড়েদের খেলা কিংবা সত্যিকার বাঁদর দিয়ে বাঁদরের লাইভ খেলা দেখার মজা?
তুমি LCD কিংবা LED মনিটরে টিভি দেখো, তোমার আছে হাজার হাজার চ্যানেল। রিমোট এর কারসাজিতে খাটে শুয়ে তুমি চ্যানেল চেঞ্জ করো। টিভির ঝকঝকে তকতকে ছবি দেখেও তোমার মন ভরেনা, তুমি আবার রিমোটের কারসাজিতে ছবিকে আরও ঝকঝকে করে তোল। তুমি কি বুঝবে এন্টেনা ঘুরিয়ে "এই আসছে আসছে, এই যা আবার গেলো, আস্তে, একটু ডানে, এই আসছিলো, ডাইনে ঘুরাও ডাইনে" এভাবে ইন্সট্রাকশান দিয়ে সাদাকালো টিভিতে টিভি দেখার মজা?

দুঃখিত হে প্রিয় পরবর্তী প্রজন্ম, গরুর গাড়ি, ফ্লিম ক্যামেরা, ফিতা ক্যাসেট, কাগজের ছবির এ্যালবাম, শখ করে স্টুডিও তে যেয়ে তোলা ছবি, কটকটি, আইস্কোপ বাইস্কোপ, হাতে লিখা চিঠি, ঈদকার্ড, সাপ কিংবা বাঁদর খেলা, এন্টেনা ঘুরিয়ে টিভি দেখা এইসব কিছু থেকে তোমরা বঞ্চিত হয়েছ। আমরা তোমাদের যুগের আধুনিক প্রযুক্তি ব্যাবহার করার আগে এইসব মজাও নিয়ে আসছি কিন্তু তোমরা শুধু তোমাদের যুগের আধুনিক প্রযুক্তিই ব্যাবহার করে গেলে। আমাদের সময়কার এইসব মজা নেওয়ার ভাগ্য তোমাদের আর হল না। তোমাদের চেয়ে আমরা অনেক বেশি ভাগ্যবান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.