নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালপুরুষ

এপিটাফের গল্পগুচ্ছ্

https://soaib.me/

এপিটাফের গল্পগুচ্ছ্ › বিস্তারিত পোস্টঃ

কর্পোরেট বন্ধুত্ব

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সারাদিন ধরে একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে, "আমার বাবার ফ্রেন্ড কারা? আম্মুর ফ্রেন্ড কারা? তারা কোথায়?"
উত্তর পাইনি। নিশ্চিতভাবেই, তাদের শৈশব কৈশোর যৌবনে অনেক জানের প্রানের বন্ধু ছিল। আজ তারা কেউ নেই। জীবনের তাগিদে কে কোথায় চলে গেছে। স্ত্রী/স্বামী সন্তান চাকরি টাকা পয়সার চিন্তায় বন্ধুদের মনেই পড়ে না আর।
আমার মনে হয়, বন্ধুত্ব দুনিয়ার সবচেয়ে স্বার্থপর সম্পর্ক। একা একা ভালো লাগে না, তাই আমরা বন্ধু বানাই। আজ বিকালেও যার সাথে আড্ডা দিলে, কাল রাতেও যার সাথে অনেকক্ষন গল্প করলে, তার সাথে বেশ কয়েক বছর পর নিয়মিত যোগাযোগই থাকবে না। কোনো বিশেষ দিন অথবা অনুষ্ঠানে দেখা হবে বছরে এক বার, কিন্তু সেই সময়টাও তোমরা রাজনীতির ওজনদার আলোচনা করে পার করবে। বন্ধুত্বের উচ্ছাসের ছিটেফোটাও থাকবে না সেখানে।
এয়ারটেল প্রজন্ম রাগ কইরো না। কম বয়সী পোলাপানের জীবন নিয়েই ভিটামিন টি নাটক বানানো হয়। বয়ষ্ক মানুষদের নিয়ে বানানো হয় না। কেন একটু ভাবলেই বোঝা যাবে।
এইতো সেদিনও কলেজের ক্লাস ফাকি দিয়ে ঘুরতে না পারলে, কলেজ মন্দির, ক্যান্টিন, কমনরুমে বসে আড্ডা না দিতে পারলে, স্যারের কাছে পড়তে গিয়ে খুনসুটি করতে না পারলে মনে হত আজ কি যেন নেই। কখনো নতুন একটা ওয়ার্ড চোখে পড়লেই ফোন করে জানতে হতো, "দোস্ত, অমুক ওয়ার্ডটার মানে কি রে?" আর এখন? কেউ ফোন দেবার সময়ই পায় না। আর যারা দেয় দেখা যায় তাদের ফোন ধরার সময় আমার হয় না। দিন শেষে আমরা সবাই কর্পোরেট। :|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.