![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নিজের মত চলতে থাকলে তোমাকে মাঝে মাঝে এমন কি মোড় এ এনে দাড় করাবে, যার প্রত্যাশা তুমি কখনো করনি... হয়ত তোমার থমকে যাও সেই কয়েক মুহুর্ত তোমায় অতীতের পথ দেখানে যেখানে এখন শুধুই অন্ধকার, হয়ত অনেক আগেই সেই পথ বহু কষ্টে পেরিয়ে এসেছ, আবার যদি জীবন সেই পথে নিতে চায়, তখন জীবনের কাছে সবচেয়ে অসহায় তুমি, যেমন টা এখন, মাঝে মাঝে জীবনের কিছু মুহুর্ত দেখেও না দেখার অভিনয় করতে হয়, ডাকুক না সে অতীত থেকে, অতীত অতীতই... কোথায় ছিল সে যখন সেই অন্ধকার পথটি তুমি একা একা পেরুচ্ছিলে, সে তো তখন অন্দকারে ছিল না, সে তো নিজের আলো তৈরি করে নিয়েছিল অন্যের সাথে তোমার আলো টূকু ছিনিয়ে নিয়ে তাহলে এখন কেন আবার অন্ধকারে ডাকছে??? তোমার এই আলো টুকুও কি ছিনিয়ে নিতে??? তাহলে কেন আবার পিছুটান?? জানো একটা জিনিষ পিছু টান কে পিছুটান হিসেবেই রাখতে হয়, তাকে সামনে আসতে দিতে নেই... যদি আবার আধারে একা রেখে চলে যায় কি করবে তখন, যেতেই পারে কিন্তু, সে এমন ই তুমি নিজেও জানো, তাহলে কেন একি ভুল বার বার, জীবন থেকে কিছুই কি শিখার নাই???
আবার যদি মন ভেঙ্গে যায় পারবে কি সফল করতে যে কারনে এতদুর আসা...???
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর চিন্তা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
আলম দীপ্র বলেছেন: ভালো লিখেছেন !