![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ১ঃ-
- ঐ তোর ক্যামেরা টা কয় দিনের জন্য দেছ না। ঢাকার বাহিরে যামু।
- তা নাহয় দিলাম। বাট কবে যাবি, আর কে কে যাবে?
- গার্লফ্রেন্ডের সাথে।
- ওরে খাইচ্ছে। গার্লফ্রেন্ডের লগে ঢাকার বাহিরে!! দোকলা ফেরত আইবি না এক লগে তেকলা হইয়াই আইবি?
- শুন এই সব ফালতু নেগেটিভ মেন্টালিটি বাদ দে। প্রেম মানেই ঐসব না। এটা অনেক পবিত্র একটা বন্ধন। তুই বুঝবিনা, বুঝলে এতো দিনে তোরো একটা থাকতো। রিলেশনকে রিস্পেক্ট করতে শিখ। তোদের মত যারা রিলেশন কে রিস্পেক্ট করে না তারাই এইসব করে আর নাম ডুবে আমাদের।
.
ঢাকায় আসার পরে-----
- নে তোর ক্যাম্রা। আমাদের ছবি ও’ ডিলিট করে দিছে, কিছু ছবি রাখছি ক্যামেরায়। তর তো আবার প্রাকৃতিক ছবি পছন্দ। সুন্দর উঠছে, বাসায় নিয়া দেখিস।
বাসায় নিয়া এক টিকেটে দুই ছবি মানে প্রাকৃতিক ছবির সাথে বিবাহ বহির্ভূত সোহাগ রাইতে কপত কপতির হোটেলে প্রাকৃতিক পর্ন মুভি যে ফ্রি আইবো জানা ছিলো না!!! (গুপন ভিডিও কেমনে বাহির করছি তা গুপনোই থাক। গুরুজনে বলেছেন, মাইনষেরে কুবুদ্ধি দিতে নাই, পরে নিজের দেয়া বুদ্ধিতেই নিজেই কড খাইতে হইতে পারে)
ঘটনা ২.
- আজকাল রিলেশন ফিলেশন সব শারীরিক হইয়া গেছে।
- নাআআআআআহ কে বলছে?? আমি বা আমার ফ্রেন্ড সবাইতো কারো না কারো সাথে রিলেশন আছে। কাউউউউউউরে আমি দেখি নাই এমন করতে। কোটিতে ২-৪ জনের জন্য অন্যদের নাম খারাপ হয়। আড় আমাদের ক্ষেত্রে তো এইসব মাথাই আসে না। ট্রু লাভ থাকলে কখনো এসব কেউ মাথায় আনে না।
- আরে হয় হয়, ২-৪ টা এক্সেপশনাল বাদে কারো আগে হয় কারো পরে হয়। কেউ সেমি ফাইনালে যায় কেউ ফাইনালে যায়, কয় না আরকি।
- শুন তোদের মত এইসব বাজে ম্যান্টালিটির মানুষদের জন্য আজকে ভালবাসা নামক কত্ত সুইট শব্দ টা অপবিত্র হয়ে যাচ্ছে মেন্টালিটি গ্রো কর। যদিও এগুলা পরিবারের থেকেই মানুষ পায়, তারপরো না পেয়ে থাকলেও চেঞ্জ করা যায়।
মাস খানেক পরে-----
- কিরে, ঐ আতকা গায়েব হইয়া গেছোস ক্যা?
- এমনেই
- এমনেই তো না, কাহিনি কি??
অনেক প্যাচানির পরে----
- আমি এবশন করাইছি!!!!!!!! আমাদের ব্রেকাপ হয়ে গেছে মেন্টালি খুব পেইনে আছি। ছোটলোক একটা। আমার কোন ইম্পটেন্সই ছিলো না ওর কাছে জাস্ট ইউজ করার জন্য রিলেশন করছে.... ব্লা ব্লা ব্লা........
.
.
মন্তব্যঃ নো কমেন্টস বিকজ এখনো আমার ঠিকমত “মেন্টালিটি গ্রো” করে নাই, “বাজে মেন্টালিটি” ই রইয়া গেছে। আগে গ্রো করুক এর পরে কিছু কমু
১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: গুপন ভিডিও কেমনে বাহির করছি তা গুপনোই থাক। গুরুজনে বলেছেন, মাইনষেরে কুবুদ্ধি দিতে নাই, পরে নিজের দেয়া বুদ্ধিতেই নিজেই কড খাইতে হইতে পারে
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: রিকভারি করা আমিও শিখা ফালাইসি! স্বশিক্ষায় সুশিক্ষিত
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৮
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
অপূর্ণ রায়হান বলেছেন: পর্যবেক্ষণ মন্দ নয়!
বাই দ্যা ওয়ে, ছবি ডিলিট করে দিলে ক্যামেরায় থেকে যায় নাকি? কেম্নে কি! :-&