![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা যে অনুভূতিটার নাম সেটা ইন্ট্রোভার্টরাই বোধহয় সবচেয়ে বেশী অনুভব করে। ভালবাসার অভিনয় করে সব পাওয়া যায়। পুরুষ পায় নারীকে, নারী পায় পুরুষকে! শুধু ভালবাসার অভিনয় করে ভালবাসাটাই পাওয়া যায় না।
একদম সত্য ভালবাসাগুলো প্রায়ই কখনও প্রকাশ পায় না। কারণ পৃথিবী মিথ্যাগুলোকেই গ্রহণ করতে শিখেছে, শিখিয়েছে।
আপনাকে ভালবাসতে হবে না। জাস্ট দেখাতে হবে। তাতেই একটা মেয়ে পটে যাবে। আপনি ভালবাসবেন, দেখাবেন না। মেয়ে পটে যাওয়া তো দূর, ফিরেও তাকাবে না। জেন্ডার উল্টালেও সেম কেস।
প্রেম মানে কোনো এক সুন্দরীর সাথে বসে তার দিকে বাঁধাহীন তাকিয়ে থাকার সার্টিফিকেট কবে থেকে? প্রেম মানে বিশেষ দিনগুলোতে রিকশায় পাশাপাশি বসার স্বাধীনতা কবে থেকে? ভালবাসা মানে শুধু যদি 'জান-সোনা-ময়না' ডাকারই অধিকার হয়, তাহলে বুড়ো বয়সে 'ওগো শুনছো টুনটুনির দাদু' বলে ডাকাটা কি শুধুই অভ্যাস?
ফুল নিয়ে রোজ সামনে গিয়ে দাঁড়ান। দিনে চব্বিশটা ভালবাসার ম্যাসেজ পাঠান। সেগুলো ইন্টারনেট থেকে কপি করা হলেও অসুবিধা নাই। রাস্তার মোড়ে দাঁড়িয়ে লাজরাঙ্গা হাসি হাসুন দেখিয়ে দেখিয়ে। একদিন কোথাও ডেকে হাতটা শক্ত করে ধরে বলুন, 'এই যে ধরলাম, আর ছাড়বো না।' ব্যাস হয়ে যাবে!
সত্যি করে ভালবাসলেন কি না, মন বলে কিছু থেকে থাকলে তাতে কতোটা জায়গা দিলেন এসবের কিছুই আপনাকে প্রমাণ করে দেখাতে হবে না। শুধু 'এই বুকটার ভেতরে যদি তোমাকে দেখাতে পারতাম' টাইপ লাইন বলে দিলেই চলবে মশাই!
মঞ্চে রাজার অভিনয় করা ব্যক্তি কখনও রাজা ছিলো না, কখনও হবেও না। পৃথিবীর নিয়ম বলে, সত্যিকারের রাজা কখনও মঞ্চে রাজার চরিত্রে অভিনয় করতে যায় না, গেলেও ভালো করে না। মঞ্চে বরং ফেক-মিথ্যা-ভুয়া রাজাকেই বেশী মানায়। পৃথিবী কেন যেন অভিনেতাদের সমাজের খুব উপরে স্থান দিতে চায় না। অথচ পুরো সমাজটাই তো এক অভিনয়! সম্পর্কগুলো অভিনয়ের প্যাকেটে ভরে রাখা।আর পৃথিবীটাই তো মঞ্চ!
রঙ্গমঞ্চ।।।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৫
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: পারতে চাইতে হয়। চাইলেই হয়
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫২
ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: এখন তো আবার জলিল ভাই তার হার্ট বের করে এনে দেখায় । কে জানে কে আবার সত্যিই করে বসে ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: সবার আবার হার্ট দেখানো লাগে না। অন্যকিছু বের করে দেখালে অনেক সময় প্রভাবকের কাজ করে
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৯
রাফা বলেছেন: দিন পাল্টাইছেনা....
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: দিনের সাথেসাথে পাল্লা দিয়ে রাতও পাল্টাইছে
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার লিখেছেন।এসব কৃত্রিমতার মাঝে প্রকৃত ভালোবাসাটা বোধহয় শেষ পর্যন্ত হারিয়েই যায়
+++
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২২
ব্লগ সার্চম্যান বলেছেন: ++++++
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: হারিয়ে যায় না। একপাক্ষিক হয়ে বেঁচে থাকে। আর আমার মতে একপাক্ষিক ভালোবাসার নাম হওয়া উচিত নির্ঝঞ্জাল ভালোবাসা
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: অথচ পুরো সমাজটাই তো এক অভিনয়! সম্পর্কগুলো অভিনয়ের প্যাকেটে ভরে রাখা।আর পৃথিবীটাই তো মঞ্চ!
অসাধারণ
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: ধন্যবাদ
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুদিন পর ভালোবাসা কাঁচাবাজারে কিনতে পাওয়া যাবে আলু পটলের মতো। ছেলেমেয়েরা কিনবে আর ভালুবাসবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: অামিও কয়েক কেজি কিনে নেব তখন
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
রক্তিম দিগন্ত বলেছেন: কিন্তু সমস্যা হল - বর্তমানে দেখনোটাই মেইন ফ্যাক্ট। যে যত শো-অফ করতে পারবে - সে ততই সফল হবে।
নাহলে, নীরবে নিভৃতে ভালবেসে কষ্ট পেয়ে কাঁদার মানুষ দুনিয়ায় কমই থাকতো।
অসম্ভব সত্য কিছু কথা বলেছেন। আসলেই বাস্তবটা শুধু অভিনয়েরই।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: অভিনয় না করতে পারলে ফুটেন
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৩
সাব্বির আহমাদ ফারাবী বলেছেন: অসাধারন!!!কেমনে পারেন ভাই???
একেবারে আমার অনুভূতির কথা লিখে দিলেন