![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তায় বের হলেই যে চিত্রগুলো আজ প্রতি নিয়তই দেখা যায়,
১। মেয়েদের লাঞ্ছনা আর অবমূল্যায়ন।
২। ভুলেই যাই নিজের মা বোনের কথা।
৩। হিংস্রের মত অচরণ যা বরাবরই দেখা যায়।
আজ এই তিনটি বিষয় নিয়েই কথা বলি-
লোকাল বাস থেকে শুরু করে লঞ্চ/স্টিমার পর্যন্ত চিন্তা করলে এই এক চিত্রই চোখে পড়বে। বিশেষ করে লোকাল বাসে, অনেক ঠেলাঠেলির পরে উঠতে হয় আর উঠার কথা নাই বলি, বাসে ওঠার পরের ঘটনাটা যেমন দাঁড়ায়- একটি মেয়ে যে হতে পারে আমাদের কারও বোন। একটি মেয়ে এখন বাসে উঠে বাসার সুযোগটাও ঠিকমত পাচ্ছে না। তা দখল হয়ে আছে পুরুষের দ্বারা, অনেক বাসে তো ইদানিং ব্যবস্থাই নাই। দাঁড়িয়ে আছে মেয়েটি পাশে আছে ভদ্র বেশদারি মানুষ, যারা পারলে তার গায়ের উপর পড়ে আর চোখ দু'টোর বিষয় অসমাপ্ত। আমাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ কোথায় লুকিয়েছে? আমরা কি পারি না তাদেরকে নিরাপদে যাতায়াতের সু্যোগ দিতে? আর যেই মেয়েটি বসতে পারল তারও যে খুব ভালো অবস্থা তা কিন্তু না।
বসার পর শুরু হয় আসল খেলা, পাশের সিটটা যদি খালি থাকে তবে তো কথাই নাই, বাসের কন্ট্রাক্টর পারলে গিয়ে বসবে। এ কেমন মানষিকতা?
রাস্তায় সুন্দরী দেখলেই আবাল-বৃদ্ধ-বনিতার মদ্ধ্যে ফেলফেলিয়ে তাকিয়ে থাকার এক অভ্যাস রয়ে গেছে। সবাই এক না, তবে কিছু আছে যেন দর্শনেই গ্রাস করার অভিপ্রায়। নিজের অজান্তেই ভুলে যায় তার প্রিয় মা-বোনটির কথা।
নারীর কাছে পুরুষের চাহিদা চিরন্তন কিন্তু তাই বলে বৈধতার ব্যাপারটা যেন আমাদের চোখ, কেন কমই ধরা পরে! আর এরই ফলশ্রুতি নির্যাতন আর ধর্ষণ। পত্রিকা খুললেই খাদিজার মত অসংখ্য নারী, নির্যাতন আর লাঞ্ছনায় দিন কাটাচ্ছে্, তা চোখে পরছে, কেন?
আমাদের সমাজ ব্যবস্থার যে চরম মাত্রায় অবক্ষয় হয়েছে তা কেবলই আমাদের পারিবারিক সম্পর্কের অবনতি আর ধর্মীয় শিথিলতা।
কথায় আছে -" প্রাণ থাকলে প্রাণী, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না।" এটাকে একটু এখন বদলাতে হবে-
"প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্ত ভাল মন না থাকলে ভাল মানুষিকতার মানুষ হওয়া যায় না"
©somewhere in net ltd.