| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেল শাহেদ
বিজনেস ইন্টেলিজেন্স এনালিস্ট

বাজেটে বিদেশি সফটওয়্যার আমদানি শুল্ক ৫৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সবাই এর বিপক্ষে থাকলেও আমি কিছু ভিন্ন যুক্তি দিতে চাই।
হলিউডের মুভির সাথে যেমন বাংলা ছবির কোন প্রতিযোগিতা নাই, তেমনি বিদেশী সফটওয়্যারের সাথে আমাদের কোন প্রতিযোগিতা নাই। আমরা ভিজুয়াল বেসিক দিয়ে একাউন্টিং সফটও্য়্যার বানিয়ে যদি মনে করি SAP বা Odoo-এর সাথে প্রতিদ্বন্দিতা করবো তাহলে আমরা বোকার স্বর্গে বাস করছি।
কোন কিছু আটকে রাখার পক্ষে নই আমি। আসলে কোন কিছু আটকে রাখা সম্ভবও না। আপনাকে দেশপ্রেমের অজুহাতে বাংলা চ্যনেল দেখতে বললেও আপনি স্টার প্লাসই দেখবেন।
বিদেশী যে সকল সফটও্য়্যার আমার ব্যবসাকে সমৃদ্ধ করবে তা আমি কম দামে কিনতে চাই। আমি পিছিয়ে থাকতে চাই না। আমার প্রতিষ্ঠানের লাভ হলে আমার কর্মচারীরা ভাল থাকবে। দেশের উন্নয়নে আমার অবদান থাকবে।
পৃথিবী কি গতিতে এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে আমাদের ধারনা নাই। আমরা ট্রেডিশনাল ব্যবসা নিয়ে পরে আছি। যারা সঠিক টেকনোলজি নিয়ে ব্যবসা পরিচালনা করবে তাদের কাছে আমরা অচিরেই ধরা খাবো। উবার, পাঠাও আসাব পর যেমন করে সিএনজি ধরা খাচ্ছে।
বিদেশী সফটও্য়্যার সহজে দেশে আসলে ছোট সফটও্য়্যার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে - এ কথার সাথেও আমি ভিন্নমত পোষন করছি। ছোট প্রতিষ্ঠানগুলো বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় নেমে আরো শক্তিশালী হবে এই সম্ভাবনাই বেশী। বর্তমানে শক্তিশালী একটি ইআরপি সফটও্য়্যার হচ্ছে Odoo। এই বেলজিয়ামের সফটও্য়্যারটি অনেক বড় বড় প্রতিষ্ঠানের সফটও্য়ারকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। 
২|
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২
সোহেল শাহেদ বলেছেন: ধন্যবাদ।
৩|
১৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: আমাদের মেজাজ খারাপ হয় ধর্মীয় লোকদের উপর তারা বিজ্ঞাপনের সব ভোগ করবে কিন্তু সকাল সন্ধ্যা ইহুদি নাসারাদের গালমন্দ করবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৮
মায়াবী ঘাতক বলেছেন: ভালো লিখেছেন। প্রযুক্তির অবদানকে অস্বীকার করারা কোন উপায় নেই। তবে দেশীয় ব্যাবসা প্রতিষ্ঠান যেন মার না খায় সেদিকটাতেও খেয়াল রাখতে হবে।