| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে ছবিটা দেখেন । আপনে কোন রাজনৈতিক দল করেন এটা ভুলে যান । ছেলেটার মনে যে ব্যাথা জমে আছে এটা দুর করতে পারবেন ???
এই পরিস্তিতির জন্য দায়ী আমাদের দেশের নোংরা রাজনীতি ।
বগুড়ায় পিকেটারদের হামলায় নিহত ট্রাকচালক খোকন মিয়ার স্ত্রী ও সন্তান ।
পত্রিকায় ছবি টা দেখে কষ্টে বুকটা হুহু করে কেদে উঠছে । শুধু মাত্র ক্ষমতার জন্য মানুষ কত নিচে নামতে পারে এটা তার জলন্ত উদাহরন ।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
Sohelhossen বলেছেন: মানুষ হিসাবে আমর কতটা অসহায় !!! বাচ্চাটার ছবিটার দিকে তাকালে বুঝা যায় ও এখনো বুঝে উঠতে পারেনি ও কি হারাল ।
২|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
আহলান বলেছেন: সে আর কোনদিন বাবার আদর পাবে না, অনাদরে বেড়ে উঠবে, পাবে না সামাজিক আশ্রয়। তারপর একদিন হয়তো সন্ত্রাসীদের পাল্লায় পড়ে নিজের জীবনকে বিপন্ন করবে, আমরা সেদিন তাকে জঘন্য অপরাধী বলে নাক সিটকাবো ...... হায়রে গনতন্ত্র .... বেচে থাকার ইচ্ছা কমে যায় ....
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
Sohelhossen বলেছেন: আপনার কথার সাথে সম্পূর্ন একমত । অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয় ।
৩|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
মো ঃ আবু সাঈদ বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
Sohelhossen বলেছেন: সাঈদ ভাই , বাংলাদেশ এ যারা রাজনীতি করে এর আধিকাংশই এক একটা শুয়োর এর বাচ্চা ।
৪|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
মরণের আগে বলেছেন: এই রকম মাসুম বাচ্চাদের লিস্ট ক্রমেই বড়হচ্ছে ।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
Sohelhossen বলেছেন: এটাই হতাশার কথা ।
৫|
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
s r jony বলেছেন:
মন্তব্য করার ভাষা নাই
১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
Sohelhossen বলেছেন: আমি লেখার শুক্তি হারিয়ে ফেলেছিলাম
৬|
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
এম হুসাইন বলেছেন: এ লজ্জা আপনার, আমার সবার...... ধিক আমাদের, শত ধিক......
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:১২
Sohelhossen বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনি আমি এই নোংরা রাজনীতির এডভোকেসি করি --
নিজের প্রতি ঘৃনা ধরে যাচ্ছে