| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসঙ্গে একাধিক চলচ্চিত্র নির্মাণ করে যৌন হয়রানির প্রতিবাদ জানানোর নজির পৃথিবীতে আর নেই। ‘#আই স্ট্যান্ড ফর ওমেন’ কার্যক্রম সেদিক থেকে অনন্য।
‘সিনেমা হোক অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের হাতিয়ার’ স্লোগান নিয়ে ক্যামেরা আর গল্পে নিজের পয়সা খরচ করে একটি করে স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি করেছেন ঢাকার আট নির্মাতা। এই উদ্যোগের নাম ‘#আই স্ট্যান্ড ফর ওম্যান’।
কর্মক্ষেত্রে যৌন হয়রানি ঠেকাতে গত বছর হলিউড তারকারা শুরু করেন ‘#মিটু’ ও ‘টাইমস আপ’ কর্মসূচি। তবে সেগুলো সীমাবদ্ধ ছিল কেবলই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিভিন্ন উৎসবে। বাংলাদেশে ‘#আই স্ট্যান্ড ফর ওম্যান’ তেমনই একটি কার্যক্রম। তবে তার অংশ হিসেবে নির্মিত হলো ৮টি ছোট দৈর্ঘ্যের ছবি। সব ছবিতেই উঠে এসেছে নারীর সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনা। এছাড়া আছে একটি পিএসএ।
এই উদ্যোগের ছবিগুলো হলো আফজাল হোসেন মুন্নার ‘দ্য ওল্ডম্যান অ্যান্ড দ্য গার্ল’ (নুসরাত ইমরোজ তিশা), জসীম আহমেদের ‘চকোলেট’ (গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম), সাকি ফারজানার ‘দ্য পার্ক, দ্য বেঞ্চ অ্যান্ড দ্য গার্ল’, প্রতীক সরকারের ‘মুখোশ’ (ইন্তেখাব দিনার), আশিকুর রহমানের ‘অসম্ভাবিত’ (মৌসুমী হামিদ, শতাব্দী ওয়াদুদ), রাজু আহসানের ‘লিপস্টিক’ (জয়রাজ, তারিন রহমান) এবং আসিফ খানের ‘দ্য মাদার’।
I STAND FOR WOMAN ...... YOU ?
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
সোহেল আহমেদ নাসিম বলেছেন: ধন্যবাদ ....তথ্য শেয়ার করলাম মাত্র ।
২|
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৬
রাকু হাসান বলেছেন: হুম .....খবরটি বেশ কয়েকদিন আগে টিভি দেখলাম ,আপনিও দিলেন ..এটা খুব পজিটিভ লাগলো ,হবে আমাদের ,সময় লাগবে ।
৩|
০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ ভালো লাগলো
শুভকামনা রইল।
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
মোস্তফা সোহেল বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: ছবিতে কিচ্ছু হবে না।এসব বন্ধ করার একটি মাধ্যম আছে সেটা হচ্ছে আইন।যেটা বর্তমানে অকেজো।এটার সঠিক প্র্যোগ হলে সব ঠিক হয়ে যাবে।
৬|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এইসব ছবি দিয়ে এখন আর কি হবে! আমাদের নিজেদের আরো সচেতন হতে হবে।
৭|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
লাবণ্য ২ বলেছেন: নতুন কিছু লিখেন না যে?
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭
সোহেল আহমেদ নাসিম বলেছেন: খুবই ব্যস্ত ছিলাম .... লেখার জন্য বসতে পারিনি..
৮|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪
লাবণ্য ২ বলেছেন: প্রথম পাতায় অভিনন্দন!
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
সোহেল আহমেদ নাসিম বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ
৯|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ চমৎকার কার্যক্রম।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।