![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হালের একটা বলদ চাই,এক খন্ড জমিন ও চাই।সেই জমিনে পাট জন্মায়,ফাসির একটা দড়িও চাই।
দিনের পর দিন ওয়াচে থাকা যথেষ্ট কষ্টকর,মডারেশন স্ট্যাটাস অনুযায়ি ৭ দিন পর লেখা প্রথম পাতায় আসার কথা,৬৭ দিন পার হয়ে গেছে ইতিমধ্যে ওয়াচেই আছি,লেখা প্রথম পাতায় না গেলে কমেন্ট ও করতে পারছিনা,ছোট্ট একটা গন্ডির মধ্যে বন্দি হয়ে আছি,প্রিজনার যেমন ডিটেনশনে থাকে তেমনি।এই ৬৭ দিন চেষ্টা করেছি ভালো কিছু লেখার,ব্লগের নিতি বিরোধী কিছু করিনি।
একটা দুটা লেখা পোষ্ট করে আমার থেকে জুনিয়র ব্লগাররা যখন প্রথম পাতা দাবড়ে বেড়াচ্ছে তখন নচিকেতার মত গাইতে ইচ্ছা হচ্ছ:
"এই বেশ ভালো আছি কর্ম কাজ নেই ব্লা ব্লা ব্লা"
মডারেটর রা প্লিজ বলবেন আর কত দিন লাগবে জেনারেল হতে???
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪
সোহেল রনি বলেছেন: ধন্যবাদ ভাই,৭ দিন লাগবো এইডা না লিখলে হইতো।
জাহোক
আপনার
গ্রীক পুরাণ সমগ্রঃ সামহ্যোয়ার ইন ব্লগের গ্রীক মিথ সংকলন -প্রি্য়তে রাখলাম।
২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১
মহামহোপাধ্যায় বলেছেন: এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
সোহেল রনি বলেছেন: নতুন কোন সংকলন কি পাবো শিঘ্রই ?
৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: নাহ !! আপাতত আর কোন সংকলন পোস্ট দেয়ার ইচ্ছে নাই, বরং এই সংকলন নিয়ে আরও কিছু কাজ করার ইচ্ছে আছে।
ভালো থাকবেন
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
সোহেল রনি বলেছেন: আমি অনেক দিন আগে এক আত্বী্য়ের বাসায় মিথাবলি নামে একটা বইয়ের কিছু অংশ পড়েছিলাম খুব ভালো লেগেছিল।
আপনার এই সংকলনটা সেই ভালোলাগার অনুভুতি দিচ্ছে।
সময় পেলেই আপনার এই সংকলন থেকে একটা মিথ পড়ি।ভালোলাগার অনুভুতিটা বারবার পাবার চেষ্টা করি।
আপনিও ভালো থাকবেন।
৪| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪০
মহামহোপাধ্যায় বলেছেন: আপনার তো মোটে দুসপ্তাহ পার হল মাত্র। কয়েক মাস লেগে গেছে জেনারেল/সেইফ হতে এমন নজিরও আছে। তাই হতাশ না হয়ে পোস্ট করতে থাকুন আর বেশি করে অন্যদের ব্লগ ভিজিট করুন। হ্যাপি ব্লগিং