![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হালের একটা বলদ চাই,এক খন্ড জমিন ও চাই।সেই জমিনে পাট জন্মায়,ফাসির একটা দড়িও চাই।
ভিষণ ভালো লাগলো তাই ছবিগুলো শেয়ার করলাম।
আপনার বিবেক কখনো কখনো এড়িয়ে যেতে চায় অনেক কিছু।
আনন্দ কিন্ত টাকা ছাড়াও করা যায় ।
ধনী কিংবা গরিব শেষ ঠিকানা কিন্ত একই।
আফ্রিকার একটি উদ্বাস্ত শিবিরে এ্যানজেলিনা জোলি, মনে যাই থাক কাজটা প্রসংশনীয় নিঃসন্দেহে।
বি, এম, ডব্লিউ এর হেড কোয়ার্টার। বিঃ দ্রঃ- কর্ম খালি নাই
ছবিতে ক্যাপশন দেয়া, নতুন কিছু বলার নাই ।
নেতারা জানেনা তাদের ক্ষমতার উৎস কারা ।
মন্তব্য নিঃপ্রয়জন।
মানবতা কিংবা ভালোবাসার হাত বাড়িয়ে দিন, হোক সেটা সাদা কিংবা কালো মানুষ।
দয়া করে কিছু খাবার দিন ।
মানবতা এটাই ।
বুদ্ধিটা সুন্দর না ।
যুদ্ধের জন্য টাকা জোটে গরিবের জন্য নয় ।
কি হবে যখন অপনি এমন লোকের হাতে মোবাইল ফোন তুলে দিবেন যার উপার্যন ২ ডলার বা তার নিচে, উত্তর খুজতে আপনাকে যেতে হবে কেনিয়ায় বিশ্বব্যাংক বলছে সেখানে দরিদ্র লোকেরা খাবারের পরিমান কমিয়ে দিচ্ছে, বাসের ভাড়া বাচাচ্ছে পায়ে হেটে মোবাইল রিচার্জের জন্য ।
অনেক সুন্দর, তাইনা ?
অনেক সুন্দর, তাইনা ?
ডি, এন, এ টেষ্টের কি দরকার ?
চরম সত্য । কি বলেন ?
কৌতুক নয়, এটা একটা বার্তা আপনার জন্য, সবার জন্য ।
খাবারের স্বাদ নিয়ে অভিযোগ করার পূর্বে সেই সব লোকের কথা ভাবুন যাদের কোন খাবারই নেই ।
বিধাতা তোমার করুণাধারা সবার উপর সমভাবে বর্ষণ কর, একমাত্র তুমিই সেটা করতে পারো ।
জেনোটস লেক মেক্সিকো । পৃথিবীটা সত্যিই সুন্দর ।
https://www.facebook.com/Hrint.org এই লিংকে গিয়ে দেখতে পারেন আরো অনেক ছবি, ধন্যবাদ।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
সোহেল রনি বলেছেন: ছবিগুলো আমারো অনেক পছন্দের ।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: দারুন। ভালো লাগলো ছবি গুলো দেখে
আপনার লিঙ্ক কাজ করছে না। একটু দেখবেন
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
সোহেল রনি বলেছেন: আসলেই লিংক কাজ করছেনা।
আপনি বরং https://www.facebook.com/Hrint.org তে ক্লিক করেন ।
ধন্যবাদ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ সব ছবি।
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
সোহেল রনি বলেছেন: সত্যিই অসাধারণ।
মন্তব্যের জন্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই।
৪| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন:
১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
সোহেল রনি বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
বেকার সব ০০৭ বলেছেন: অসাধারণ সব ছবি গুলো। কয়েকটা ছবি দেখে মনটা খারাপ হয়ে গেল
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
সোহেল রনি বলেছেন: মন খারাপ করা ছবি অনেক বেশি ছিল মাঝামাঝি রাখার চেষ্টা করেছি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ বেকার ভাই ।
৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি।
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
সোহেল রনি বলেছেন: ছবিগুলো সত্যিই দারুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ এহসান সাবির ভাই।
ভালো থাকবেন।
৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
মহামহোপাধ্যায় বলেছেন: ছবিগুলো ভালো লাগলো ভাইয়া।
ভালো থাকুন
১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
সোহেল রনি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায় ।
৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
খেয়া ঘাট বলেছেন: চমৎকার সংগ্রহ।
একগুচ্ছ প্লাস।
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
সোহেল রনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ খেয়া ঘাট ভাই।
ভালো থাকুন।
৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মদন বলেছেন: প্লাস শুধু একটাই দেয়া যায়
১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সোহেল রনি বলেছেন: হ ভাই, অতীব দুঃখের বিষয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ মদন ভাই।
১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
আধখানা চাঁদ বলেছেন: অসাধারন এবং অসাধারন। অনেক অনেক ভাল লাগল।
প্লাস দিলাম, কিন্তু নিল কিনা বুঝলাম না, ঘুরতেই আছে, ঘুরতেই আছে !
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
সোহেল রনি বলেছেন: ঘুরতে ঘুরতে প্লাসের মাথা আউলা ঝাউলা হয়ে গেছে তাই নেই নি, সমস্যা নেই মন্তব্যে বলেছেন এতেই খুশি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আধখানা চাঁদ।
১১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
আহমেদ আলিফ বলেছেন:
ভালো লাগলো ! প্রিয়তে-
১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সোহেল রনি বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ আলিফ ভাই।
লিংকের পেজটাতে লাইক দিলে এমন আরো অনেক ছবি দেখতে পাবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
শাহরিয়ার খান রোজেন বলেছেন: হৃদয় ছুয়ে গেল ছবিগুলি।