নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবীয় চিন্তায় মিলবে নির্বাণ। এ কামনায় থামতে চাইছি না

শখের চাওয়ালা

বোহেমিয়ান। ঘুম, ট্রাভেল আর পড়াশুনা। মাঝেমধ্যে শখের প্রোগ্রামিং। জীবনটা খারাপ না।

শখের চাওয়ালা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮



মাঝেমধ্যে সব ছেড়েছুড়ে কোন এক নিরিবিলি দ্বীপে চলে যেতে ইচ্ছে করে। যেখানে থাকবে একটা ছোট্ট কুঁড়েঘর যার সামনেই ঘাটহীন একটা পুকুর। পুকুরের পানি স্বচ্ছ, টলটলে। যাতে পা ডুবিয়ে বই পড়া যাবে, বুকভরে নেয়া যাবে দক্ষিণের বাতাস। থাকবে না আজানের শব্দ, নগরীর হাহাকার আর প্রেয়সীর অভিযোগ। যেখানে কেউ বলবে না এটা করিস না, ওটা করা অসম্ভব।
সেখানে কোন ডেডলাইন নেই প্রজেক্টের, কূটচাল নেই রাজনীতির। সেখানে বসে দু-এক লাইন লিখবো বলে বেঁচে থাকার আকুতি জমাচ্ছি। অর্থহীন অসংখ্য অমানবিকতার যুদ্ধ সেখানে পোঁছাতে পারবে না কোনদিন।
দেয়্যারস নো জাস্টিস ইন হিস্টোরি বলে দীর্ঘশ্বাস না ফেলে সেখানে গড়া যাবে নতুন ইতিহাস। আজন্ম এ সাধনা যেদিন বৃথা যাবে, সেদিন আবার কোন এক অভাজন কোন এক ভাঙ্গা ঘরে বসে গাইবে ইটোপিয়ার গান!

এটি কোন গল্প না, প্রবন্ধ না। অপরিচিত কবির পঙক্তিমালা না। হতাশায় মোড়া এক অভিব্যক্তি মাত্র। সময় নষ্ট করার জন্য দুঃখিত।

ছবিঃ Rainy Night by Richie Fariha

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেখানে কোন ডেডলাইন নেই প্রজেক্টের, কূটচাল নেই রাজনীতির।
................................................................................................
চলে আসুন অজানা দেশে , এখানে
শুধু কাজ আর কাজ,
আপনি চাইলেও কেউ আপনাকে সময় দিবে না,
তাই, বাংলাদেশে বসে যা ভাবেন সবটা সময় ও
স্হান ভেদে অন্যরকম হতে পারে ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

শখের চাওয়ালা বলেছেন: তাই যেন হয় B:-/

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

আসোয়াদ লোদি বলেছেন: মানুষের কত কিছু ইচ্ছে করে, কিন্তু সব ইচ্ছের নাগাল মানুষ পায় না।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

শখের চাওয়ালা বলেছেন: প্রত্যেকটা মানুষের জীবনই তাহলে আনফিনিশড প্রজেক্ট । ইচ্ছা তো অপূর্ণই থাকে বেশি!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


নিরিবিলি দ্বীপের মুল্য অনেক, কিনতে পারবেন তো?

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

শখের চাওয়ালা বলেছেন: জীবন দিবো বলতে নিয়েছিলাম। পরে মনে পড়লো তার কোন দাম নেই :>

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে প্রতিটা মানূষেরই অনেক কিছু ইচ্ছা করে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

শখের চাওয়ালা বলেছেন: আমি ভাই রীতিমত ঘোরে পড়ে যাই B:-)

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: এমনটা আমিও চাই, তবে আজানের শব্দ থাকলে আমার সমস্যা নেই।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.