![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ- মো: সোলায়মান হোসাইন লিখতে ও পড়তে ভালোবাসি। কবিতা ও ছোট গল্প বেশি টানে। বর্তমানে মাসটার্সে অধ্যায়নরত।
এরকম কোনো এক চাঁদ রাতে
তুমি আর আমি পাশাপাশি বসে
আমাদের জমে থাকা গল্প বলে
সারা রাত শেষে ভোর হলে হবে।
খোলা আকাশের নিচে রাতে
ঝিরিঝিরি দক্ষিণা বাতাসে
এলোমেলো চুল গুলো উড়ে
আমাকে ছুঁয়ে গেলে, যাবে।
ঝিঁঝিঁ পোকার ডাক, শিয়ালের হাক
দক্ষিণা বাতাস, সাথে আকাশের চাঁদ;
তুমি আমি একসাথে বসে থেকে
এভাবে অনন্তকাল কেটে যায় যাক।
©somewhere in net ltd.