নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

Deep Fritz 14 এর হাস্যকর খেলা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মাঝে মাঝে PC 'তে দাবার কসরত করা হয়। অনেক সৌখিন দাবাড়ুর মাঝে হয়তো আমিও একজন। সাধারণত Arasan 17.2 এর সাথে পাঞ্জা লড়ি এবং যথারীতি হেরে ভূত হই।

Deep Frtiz 14, Houdini 4, Stockfish 5 এগুলোও আছে। তবে যাদের সাথে World Champion 'রাও পারেনা, তাদের সাথে খেলে মন খারাপ করার কোন মানে হয়না। তবে মাঝে মাঝে খেলে দেখি।

সেদিনও Deep Frtiz 14 এর 64 bit engine এর সাথে টক্কর মারতে গিয়েছিলাম। যথারীতি পরাজিত। তবে সে কথা বলা এ পোষ্টের উদ্দেশ্য নয়। যে জন্য এ পোষ্টের অবতারণা তা রীতিমত হাস্যকর। আমি নেটে আগেও দু'একজনের কাছে Deep Fritz এর checkmate solution এর ব্যাপারে সমস্যার কথা শুনেছি। নিজের ক্ষেত্রেও একই ব্যাপার দেখে হাসতে হাসতে পেটে খিল। আমি কালো নিয়ে খেলেছি। প্রথম ৫২ চালের ফিরিস্তি দিলাম।


৪০ চাল পর দেখুন আমার করুণ অবস্থা!


কিন্ত এরপরই কমেডি শুরু হোল। খেয়াল করে দেখুন এরপর Deep Fritz কি আজব আচরণ করছে। অনেক বোদ্ধা হয়তো ভাবছেন Training mode এ খেলা হয়েছে। তা কিন্তু নয়। “Optimize Strength” করে তবেই খেলা। এর আগেও কয়েকবার খেলেছি, কখনও এরকম ঘটনা ঘটেনি। পুরো খেলার বিবরণ দিয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙ্গা আমার উদ্দেশ্য নয়। শেষমেষ ৯৬ চালে গিয়ে সে কিস্তিমাত করতে সক্ষম হোল। আমিও প্রাণ ভরে হাসার সুযোগ পেলাম।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:



হেতের মাথা গরম হয়ে গিয়েছিলো B:-)

০৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
=p~ ঘোড়া আর নৌকার অদ্ভূত দাপাদাপি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.