নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

অতি সাময়িক সাহায্য চাই মূলক পোস্ট:- ASUS P5G 41T-M LX3 motherboard

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫


ASUS P5G 41T-M LX3 motherboard, এটা অনেক পুরোনো মডেল। এটা কি 2 TB hard disk support করবে?

নেটে দেখলাম এটা RAID সাপোর্ট করে। কিন্তু এর BIOS, 2 TB ধরবে কিনা সে সম্বন্ধে কোন পরিস্কার তথ্য পেলাম না।

ব্লগে আশা করি যারা হার্ডওয়্যার গুরু তারা বলতে পারবেন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

জাইদী রেজা বলেছেন: সাপোট করবে ।

২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

অনিসাদ রাজেদ বলেছেন: এই ওয়েব সাইটে গিয়ে, মডেল নাম্বার লিখে সার্চ দিন। সব ডিটেলস পেয়ে যাবেন Click This Link :-B

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনি যে লিংক দিয়েছেন সেখানে এই মাদার বোর্ডের কোন তথ্যই নেই। আমি আপনাকে এর চেয়ে অনেক বেটার ওয়েব লিংক দিতে পারি।

৩| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৩

আমিনুর রহমান বলেছেন:



আপনি ২ টিবি ইউজ করতে পারবেন। ২ টিবি সাটার ২টা ইন্টারফেস আছে ৬ জিবি/এস আর ৩ জিবি/এস। আপনি ৩ জিবি/এস ইউজ করতে পারবেন।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এধরণের মন্তব্যই কাম্য। আপনাকে অনেক ধন্যবাদ। একটা ওয়েস্টার্ণ ডিজিটাল কেনার ইচ্ছা।

৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: এ বিষয়ে আমি অজ্ঞ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ব্যাপার না।

৫| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

আমিনুর রহমান বলেছেন:



৫ বছর আগে হলে হয়ত বলে দিতে পারতাম কোন ব্র্যান্ড ইউজ করবেন আর ভালো হবে। সেই সময় প্রতিদিনই হয়ত ৮/১০ হার্ডডিস্ক ও কম্পিউটারের অন্যন্যা এক্সেসরিজের উপর কাজ করতাম। এখন আর করা হয় না তাই জানি ও না। কোন ব্রান্ডের কোয়ালিটির অবস্থা কেমন।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এখন আর কোয়ালিটি বলে কোন কথা নেই।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ সবাইকে। এর BIOS ঠিক মতই 2 TB detect করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.