![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন আগে ব্লগার "মেঘ" এক মজার পোস্ট দিয়েছিলেন। উনি এক ইন্টারভিউ বোর্ডে বসেছেন। সেখানে জনৈক সম্ভাব্য চাকরীপ্রার্থীকে উনি বললেন - আপনাকে একটা সহজ ট্রান্সলেশন দেই বলুন তো "আমার শরীর আজ কেমন কেমন করছে"। ঝটপট উত্তর এলো "My body is doing how how today"।
এ নিয়ে আমরা পাঠকেরা খুব হাসাহাসি করেছিলাম।
জীবনে কত কিছুইনা করা হয়েছে। চাকরীর ইন্টারভিউও কয়েকবার দিয়েছি। তার দশগুণ নিতে হয়েছে। আমার ইন্টারভিউ নেয়াটা অবশ্য খুব সহজ ছিলো। টেকনিকাল বিষয়; বানিয়ে বলার কোন স্কোপ থাকেনা। তাই আমার কর্মজীবনে ইন্টারভিউ নিয়ে তেমন কোন মজার ঘটনা নেই।
কিন্ত সম্প্রতি জনৈক প্রতিবেশী তার এক মজার অভিজ্ঞতার বিবরণ দিলেন। তিনি জনৈক চাকরীপ্রার্থীর কথা বার্তায় এতই চমৎকৃত হলেন যে তাকে ওয়ান টু লেভেলের ইংরেজী ধরলেন। তিনি বললেন-
"আমি করি" এর ইংরেজী কী?
I do.
আমি করিনা -
I do not.
তিনি বললেন "was মানে কি?"
ছিলো
তাহলে আমার একটি কুকুর ছিলো এর ইংরেজী কি হবে?
I was a dog.
প্রতিবেশী হাসতে হাসতে সেটা এক টুকরো কাগজে লিখে সেই বিদ্যাধরের হাতে দিয়ে বললেন - "এটা নিয়ে আপনার ইংলিশ টিচারকে দেখাবেন।"
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: হা: হা: হা:
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯
এহসান সাবির বলেছেন:
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল থাকুন।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
অশ্রুকারিগর বলেছেন: হাহাহা ! মজা পেলুম !
৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন:
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । মজা পেলাম ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ, ভাল থাকুন।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
মাইরা লা!!!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭
তরিকুল_ইসলাম বলেছেন: হা হা হা