নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

Huawei না htc?

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

যখন গ্রামীণ সেলফোন ছাড়লো তখন চয়েস মাত্র দু'টো, নকিয়া আর নয়তো সিমেন্স এস সিক্স। এছাড়া সিটি সেলের ছিলো গাব্দু মার্কা মটোরোলা।

এখন যে কত শত মডেল তা মনে হয় কেউই ঠিক মত বলতে পারবেনা। টাচস্ক্রীণ আসার পর অনেকদিন স্যামসাং ব্যবহার করেছি। এরপর অ্যান্ড্রয়েডের যুগে "দেশীয় পণ্যে"র হুজুগে ওয়ালটন কিনে খেলাম ধরা। একটা ওয়ালপ্যাড এক বছরের মাথায় নষ্ট হয়ে গেলো।

এবার একটু মডেল বদলানোর ইচ্ছে। বসুন্ধরায় গিয়ে দেখলাম মোটামুটি ১৬ - ১৯ রেঞ্জে হুয়াই আর এইচ টি সি অক্টাকোর আছে। তিরিশের কাছে গেলে আরও বেটার অপশান। আইফোনের অনেক দাম।

ইয়াং জেনারেশানের অনেককেই দেখি চার-পাঁচটা মোবাইল নিয়ে ঘুরতে। কেউ কি এই দু'টো ব্র্যান্ডের ব্যাপারে বলতে পারবেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

নাবিক সিনবাদ বলেছেন: হুয়াই টা শোনছি খুব ভালো। আমি সিম্ফনি চালাই।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সিম্ফনি কেমন সার্ভিস দিচ্ছে?

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শার্লক_ বলেছেন: আমি এইচটিসি ব্যবহার করি, ভাল সার্ভিস দিচ্ছে। হুয়াইও ভাল।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ, ভাল থাকুন। কিন্তু আপনি পোস্ট দিচ্ছেন না কেন?

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

দশমিক বলেছেন: আমি htc ব্যবহার করি। ব্যটারি লাইফ এবং ক্যমেরা রেসুলেসন খুবই ভালো।

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
তথ্যের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

নতুন বলেছেন: Iphone পরেই HTC কোয়ালিটি..

আইফোন না কিনলে HTC কেনা উচিত।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ঐ দুইটা থেকে কিনলে HTC ই কিনেন। এইটাই ভাল।

আর ত্রিশের মাঝে আইফোন-৫ পেতেও পারেন। ঐটা পেলে তো ঐটাই।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমার আসলে ২০শের ওপর যাবার ইচ্ছে নেই। বুঝতেই পারছেন আমি যুবক নই। তাই আপাতত আইফোন হচ্ছেনা। বরং কিছুদিন পর টাকা গুছিয়ে ১টা ট্যাব টার্গেট।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

কানিজ রিনা বলেছেন: ভাই আমি বৃদ্ধা জেনারেশন থেকে বলছি। আমার
কাছে অনেক ব্রান্ডের ফোন আছ। কিন্তু একটারও
নাম নাই সব মুছে গেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনিই সবচে ভাল আছেন।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

এহসান সাবির বলেছেন: কোনটা কিনলেন? নাকি এই বাজেটের সাথে কিছুদিন পর টাকা গুছিয়ে ট্যাব ?

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
B-) এখন একটা কিনে ফেলতে হবে। ট্যাব পড়ে দেখা যাবে। সবাইতো এইচ.টি.সি'র কথাই বলছে, মনে হয় সেখানেই নৌকা লাগাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.