নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

অন লাইনে কম্পিউটার গুরু কেউ আছেন কি? সাময়িক পোস্ট

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪


একটা USB 2.0, ৮ গিগা flash drive উপহার পেয়েছি। সমস্যা হচ্ছে, কিছুতেই তাকে NTFS ফরম্যাট করা যাচ্ছে না। গুগল মেরে দেখলাম। পরামর্শ মত ডিভাইস ম্যানেজারে গিয়ে "Optimize for performance" করে দিলাম। তাও হলোনা। এরপর Ok চাপ দেবার আগে ইজেক্ট করে আবার লাগিয়ে তারপর ওকে করলাম। এরপর আবার চেষ্টা করলাম। তাও হচ্ছেনা। বেশ ক'বারই চেষ্টা করা হয়ে গিয়েছে। এক পন্ডিত পরামর্শ দিলো সেইফ মোডে বুট করে তারপর চেষ্টা করতে।

আমার কাছে দশ বছর পুরোনো এক 8Gb আছে, তাতে এই সমস্যা হয়না। দিব্যি সার্ভিস দিয়ে যাচ্ছে।

কারও কাছে কোন সমাধান আছে?

ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: In the command prompt window, type: convert drive_letter: /fs:ntfs

Drive_letter: আপনার flash drive টি যে drive letter.
NB: Any wrong selection might be format all data from selected drive.

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
হুররে... হইছে। আপনি যথার্থই গুরু। দীর্ঘজীবি হোন। অনেক ধইন্যা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

এম.এইচ.সজিব বলেছেন: আপনার আশেপাশে যদি কাহারো ম্যাক মানে এপেল কম্পিউটার থাকে সেখানে করা যাবে চেষ্টা করতে পারেন!
আমি নিজে এ্যাপল ব্যবহার করিতো তাই জানি!

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
না ভাই ম্যাক নেই.. :||

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

রাশেদ রাহাত বলেছেন: Click This Link

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার পরামর্শের কথা পোস্টেই উল্লেখ আছে।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

অতীত কাল বলেছেন:
START < RUN < CMD

format E: /fs:ntfs (where E is your USB drive letter)

CMD এ এই COMMAND টা লিখতে হবে। এর পর enter.

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ, আপনার পদ্ধতিও সঠিক।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: সালাউদ্দিন ভাই,
আমি গুরু না। টেক লাইন এ আছি । টুকিটাক সাপোর্ট দেয়া আরকি। ভাল লাগলো উপকার এ এসে। ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনি পোস্ট দেননা কেন ভাই?

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

প্রণব দেবনাথ বলেছেন: যদি কোন ভাবেই না পারেন তো এই টুল দিয়ে দেখতে পারেন। https://rufus.akeo.ie/

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ওহ। এক গুরু ইউটিলিটির কথা উল্লেখ করেছেন। ধন্যবাদ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: আছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনিও কি এ বিষয়ের গুরু? তাহলেতো ভালই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.