নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিবিজিবি

সালাহউদ্দীন আহমদ

সে কহে বিস্তর মিছা................যে কহে বিস্তর!

সালাহউদ্দীন আহমদ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২খ)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ১), বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২ক)

আগের পর্বে নিয়েমায়ারের স্থাপত্য নিয়ে আলোচনা হয়েছে। এবারে নরম্যান ফস্টারের পালা।

30 St Mary Axe aka The Gherkin


অনেকেই লন্ডনে থাকেন। অনেকে জীবিকা, শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ, আরও বারো ভাজা কাজে লন্ডনে যাওয়া আসা করেন। তাদের সবার চোখেই এটা অনেক আগেই পড়েছে। কোন কোন সময় বুলেট বিল্ডিং বলা হলেও এর জনপ্রিয় নাম The Gherkin (ছোট শশা)। যাদের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর বা বড় দোকানে ঢু মারা অভ্যেস আছে, তারা অনেকেই হয়তো Gherkin (ছোট শশা) এর আচার কিনে খেয়েছেন। যদিও টেক্সচারে একটা শশা-শশা ভাব আছে, তাহলেও মূলত: প্ল্যান ভিউতে এটা কাটা শশার মত।



ওখানে আগে ছিলো বাল্টিক এক্সচেঞ্জ আর চেম্বার অফ শিপিং এর ভবন। ১৯৯২ এর ১০ এপ্রিল আইরিশ রিপাবলিকান আর্মি এক বোম ফাটালে দু'টো ভবনের সাংঘাতি ক্ষতি হয়। এরপর টাকার অভাবে বাল্টিক এক্সচেঞ্জ আর নতুন করে কাজে হাত দিতে পারেনি। এক পর্যায়ে বাল্টিক এক্সচেঞ্জ আর চেম্বার অফ শিপিং এর মিলিত সিদ্ধান্তে জমিগুলো ১৯৯৫’তে ট্রাফালগার হাউজের কাছে বিক্রী করে দেয়া হয়।

রাস্তার মাথায় এক শশা। ক্ষুধার্ত গাড়ীচালকের কাছে এটার আকর্ষণ তখন কেমন?

১৯৯৬ সালে ট্রাফালগার হাউজ, মিলেনিয়াম টাওয়ার নামে ৩৮৬ মি. (৯২ তলা) উঁচু এক বিল্ডিংয়ের নক্সা জমা দেয়। তাতে বাগান, রেস্তোরা, অফিস, অ্যাপার্টমেন্ট সবই ছিলো। কিন্তু হিথরো বিমানবন্দরের ফ্লাইট পাথে পরে যাওয়ায়, আর আরও বেশ কিছু কারণে এই প্রকল্প বাতিল হয়। সুবিধা করতে না পেরে ট্রাফালগার হাউস ১৯৯৮’তে ৮১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এটা Swiss Re’র কাছে বিক্রী করে দেয়। Swiss Reinsurance Company Ltd. বা সংক্ষেপে Swill Re, এরপর ১৮০ মি. উঁচু, ৪১ তলার এই বিল্ডিংয়ের প্ল্যান করে। এরপর এটা IVG Immobilien AG আর Evans Randall মিলে Swiss Re’র কাছ থেকে সর্বমোট ৬৩০ মিলিয়ন পাউন্ডে কিনে এক বিশাল ধরা খায়। এ দু’টি প্রতিষ্ঠান কিছুতেই তাদের ঋণ শোধ করতে পারছিলো না। অবশেষে ২০১৪’র এপ্রিল মাসে এটা বিক্রীর কথা বলা হয় ৫৫০ মিলিয়ন পাউন্ডে। শেষমেষ ২০১৪’র নভেম্বরে ব্রাজিলিয়ান ব্যাংকিং বিলিয়নীয়ার Joseph Safra’র প্রতিষ্ঠান Safra Group এটা ৭০০ মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। Swiss Re ভাড়াটিয়া হিসেবে মোটামুটিভাবে ২০৩১ পর্যন্ত প্রায় অর্ধেক ফ্লোর স্পেস নিয়ে থাকবে।



Swiss Re’র এক কর্মকর্তা ছিলেন Sara Fox। তাকে বলা হোত Iron Lady; তিনি তখন নতুন বিল্ডিং ডিরেক্টর। অনেকটা তার উদ্যোগে এই প্রজেক্ট সফল হয়। যদিও ১৯৯৮’তে Swiss Re’র কাছে মালিকানা হস্তান্তর হয়, তবুও ১৯৯৭ সালেই Norman Foster এ প্রজেক্ট ডিজাইনের জন্য নিয়োগ প্রাপ্ত হন। এর স্ট্রাকচারাল ডিজাইন করেছে Arup Group। এত জটিল প্রজেক্টের কোয়ান্টিটি সার্ভে করা চাট্টিখানি কথা নয়। আমাদের দেশে কোয়ান্টিটি সার্ভে মানেই, কম বেতনের দু’একজন ডিপ্লোমা সিভিল ইঞ্জিনীয়ার, বসে বসে বিল অফ কোয়ান্টিটি বার করছে, এ রকম একটা চিত্র ভেসে ওঠে। কিন্তু যাদেরই আন্তর্জাতিক মানের প্রজেক্টে গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা আছে, তারাই জানেন যে এটা কত ক্রুশিয়াল একটা কাজ। Gardiner & Theobold নামের প্রতিষ্ঠান এই জটিল কাজটি করে দেয়। এছাড়াও ছিলো Hilson Moran Partnership, এরা M&E, লাইটিং ইঞ্জিনীয়ার হিসেবে Speirs & Major, আর ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হিসেবে Derek Lovejoy Partnership। নির্মাণে Skanska AB।

কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে

টেকনিকাল কেরিকেচি





স্কেল ডাউন মডেলে নানা রকম স্টাডি

নির্মাণ



মালদার পার্টির জন্য ডিনারের ব্যবস্থা

নয়নাভিরাম দৃশ্য

সর্বোচ্চ স্থানে মিটিং স্পেস

রিসেপশান লবী

এটা কাল্পনিক ছবি। এক সময় অবশ্য সামনের বিল্ডিংটিও হবে।

২০০৪ এর ডিসেম্বরে এটার উদ্ধোধন হয়। এরপর এ প্রজেক্টের জন্য নরম্যান ফস্টার আর তার সহযোগীবৃন্দ বহু পুরস্কার জিতেছেন। ২০০৪ সালের অক্টোবরে RIBA Stirling Prize অর্জন করেন তারা। একমাত্র এটার ক্ষেত্রেই বিচারকবৃন্দ unanimous সিদ্ধান্তে পৌছে ছিলেন। আধুনিক লন্ডনের ল্যান্ডমার্ক তালিকায়, এই বিল্ডিং অনন্য হিসেবই হয়তো থাকবে আরও বহুকাল।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

কাঁচাঝাল বলেছেন: ভালো লাগল ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
শুভেচ্ছা রইলো। আপনি নিজেও পোস্ট দেয়া শুরু করুন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
Ok.

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন: দেখে ভাল লাগছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল লাগার মত স্থাপত্যই বটে।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার আয়োজন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনেক ধন্যবাদ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: অদ্ভূত!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সত্যিই অদ্ভুত!

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

উল্টা দূরবীন বলেছেন: আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর অভূতপূর্ব নিদর্শন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এর প্ল্যান কেমন যেন মোচড় খাওয়া। ইঞ্জিনীয়াররা কিভাবে সলভ করেছে কে জানে! সত্যিই আর্কিটেকচার আর সিভিল ইঞ্জিনীয়ারিংয়ের এক অনন্য নিদর্শন।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ। আপনি যখন বিলেত ছিলেন তখন এটা সামনা সামনিই হয়তো দেখেছেন।

৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

আরজু নাসরিন পনি বলেছেন:

খুব সুন্দর !

কিন্তু লাইক বাটনে চাপতে গিয়ে মন খারাপ হলো।
এতো ছবি আর বর্ণনা দিয়ে এতো সুন্দর একটা পোস্ট দিয়েছেন অথচ লাইকের এমন খড়া...কষ্ট পেলাম ।

আচ্ছা আপনি কি "ব্লগার হিজিবিজি" ওই যে সাদা মগের মধ্যে পতাকার প্রোপিক ?

জবাবের অপেক্ষায় থাকবো।

ব্লগার হিজিবিজিকে খুব মিস করি অনেক সময়ই ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। নেক্সট পর্ব দেবার দায়িত্ব বেড়ে গেলো।

দুঃখের সাথে আপনাকে হতাশ করছি। আমি ব্লগার "হিবিজিবি" নই। সেই যে, কি করে বউকে ভালবাসতে হয় শিখিয়ে উনি গায়েব হলেন, আর দেখিনি।

আমার নিজের চিন্তাধারা হিবিজিবি, লেখাও তাই। তাই ঐ প্রোফাইল।

১০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

আরজু নাসরিন পনি বলেছেন: হিবিজিবি

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ওপরের মন্তব্য দ্রষ্টব্য। ধন্যবাদ আপনাকে; ভাল থাকুন। এ নিকটাও তাহলে চালু থাকলো। কোন ক্ষতি নেই, বরঞ্চ এক দিক দিয়ে ভাল। ধরুণ, মডু বোকসগুলো কোন কারণে আপনাকে ব্যান করলো। সেক্ষেত্রে, আরেকটা দিয়ে ব্লগিং চালিয়ে যেতে পারবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.