![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(পর্ব – ২গ), (২খ), (২ক), (পর্ব – ১)
এ পর্বে আবার স্থাপত্য। এবারে ছাত্রছাত্রীদের কাজ।
Piano Violin House, Huainan, China
কখনও পিয়ানো হাউজ, কখনও পিয়ানো-ভায়োলিন হাউজ, কখনও পিয়ানো বিল্ডিং এ ধরণের নামেই এটা পরিচিত।
পূর্ব চীনে Anhui প্রদেশের Huainan শহরে এটা শোভা পাচ্ছে। Huainan শহরে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে Hefei University of Technology’র স্থাপত্য অনুষদের ছাত্রবৃন্দকে এ উন্নয়নের স্মারক তথা শহরের আকর্ষণ বাড়ানোর জন্য কিছু নক্সার সুযোগ দেয়া হয়। তাদের সহযোগী হিসেবে ছিলো Huainan Fangkai Decoration Project Co নামের প্রতিষ্ঠান। ২০০৭ সালে এটা নির্মিত হয়।
সামনের ভায়োলিনটা হচ্ছে ওর প্রবেশ আর ওপরে ওঠার সিঁড়ি। এ ছাড়া বিভিন্ন এসকেলেটর দিয়েও ওপরে যাওয়া যায়। ভবনটিতে বিভিন্ন আলোচনা কক্ষ, বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা, প্রদর্শণী ইত্যাদির আয়োজন রয়েছে।
পিয়ানো আর ভায়োলিনের ১:৫০ স্কেলে ভবনটি নির্মিত। রাতের বেলা ফ্লুরোসেন্ট বাতি দিয়ে এর অবয়ব ফুটিয়ে তোলা হয়।
বহু আধুনিক নির্মাণ সামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। তবে প্রচুর কালো আর স্বচ্ছ কাঁচের ব্যবহার লক্ষণীয়। ভায়োলিনটি প্রায় পুরোটিই কাঁচ দিয়ে তৈরী। পিয়ানোটা তিনটি বিশাল কলামের ওপর ধারণ করা।
রোদ আর গরমের সময়, এর নীচে প্রচুর লোক জিড়িয়ে নেয়।
ভাবুনতো যদি আমাদের দেশের স্থাপত্যের ছাত্রবৃন্দকে দিয়ে এমন কিছু নক্সা করিয়ে নেয়া হতো, তবে কেমন হতো? হতে পারে সেটা তানপুরা, তবলা, ঢোল, বাউলের দোতারা বা অন্য কিছুর মত।
এবারে একটা গুগলি। বলুনতো এটা কি?
অনেকেই হয়তো জানেন। যাদের এখনও জানা হয়নি, তাদের জন্য বলছি, এটা কোন স্থাপত্য বা শিল্পকর্ম নয়। এমনকি কোন actual topiary ও নয়। Tolly নামের বেড়ালের মালিক তার বেড়ালের ছবি তুলে, ফটো এডিটিং করে এক surrealist photographic montage series তৈরী করেছেন। এটা তারই একটা অংশ। তবে এ দেখে কেউ টোপিয়ারী বানিয়ে ফেললেও ফেলতে পারে।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
শুভ কামনায়...
২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
শাহাদাত হোসেন বলেছেন: বরাবরের মতই চমৎকার।
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এরকম অবিকল বাদ্যযন্ত্রের আদলে তৈরী বিল্ডিং কমই আছে। সম্ভবত এটার ডিজাইনই সবচে ভাল হয়েছে। ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯
আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
অসাধারণ।
চোখ জুড়ায়া গেল।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"ব্লগ এখন প্রায় পঁচিয়া গিয়াছে। বছর তিনেক আগেও এমন ছিলো না। দূর্যোধন, জাতির নানা, চেয়ারম্যান, বন্ধু ডিস্কো বান্দর এর মতো ব্লগার আর হইবে না এই ব্লগে সেটা এত কাল যাবৎ পর্যবেক্ষন করিয়া বুঝিয়া ফেলেছি।"
হা হা হা
জটিল অবজারভেশান।
আপনার চোখ জুড়ানোয় সত্যিই আনন্দিত।
ধন্যবাদ রইলো।
৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
ঢাকাবাসী বলেছেন: দারুন সব ছবি, স্হাপত্যের সুন্দর নিদর্শন। ভাল লাগল।
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৭
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
আরজু পনি বলেছেন:
দারুণ !
দারুণ !!
দারুণ !!!
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২১
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনেক ধন্যবাদ। বিড়ালের ছবিটা কেমন লাগলো?
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
নতুন পোস্ট দিন।
৭| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিবেন না?
৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি স্থাপত্য কর্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: চমৎকার !!