নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলামিন হোসেন । আমি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে আমার ছোট বেলা কাটিয়েছি।আমি আমাকে ভালোভাবেই চিনি। ক্যারিয়ারের শুরুতে আমার অবস্থা ছিল দিশেহারা এবং ভাসমান।আমি পড়াশোনা করেছি ব্যাবস্থাপনায় এবং একটা এমবিএ ডিগ্রিও নিয়েছি।

সমূদ্র সফেন

আমি এক জন আত্মবিশ্বাসী মানুষ ।যে মচকায় কিন্তু ভাঙ্গে না ।

সমূদ্র সফেন › বিস্তারিত পোস্টঃ

মোমবাতি জ্বলে পুড়ে শেষ হলে জ্বালানোর বোকামি নিয়ে আফসোস করে লাভ কি??

১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৭



বাগেশ্রী রাগে নজরুল ইসলামের একটা সুন্দর গান আছেঃ

“হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের সরগ হইতে নামি।"

অবেলায় অনেক কিছু মনে পড়ে কিন্তু কিছু করার থাকে না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের সচেতন ব্যবহার।

মানুষের জীবনে লেনদেনের এক চরম পয়মন্ত মুদ্রা হচ্ছে সময়।
নবীজী বলেছেনঃ

"তোমার জীবন থেকে একটা দিন চলে গেলো কিন্তু তুমি কিছুই নতুন শিখলে না, তোমার জীবন তো বিফল।“

এই ব্যস্ত পৃথিবীতে আমাকে ঠিক করতে হবে কোন অত্যাবশ্যকীয় জিনিস আমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? সেই জিনিসের পিছনেই বেশী সময় দেওয়া উচিৎ।

রালফ ওয়ালডো ইমারসন ঠিকই বুঝেছিলেনঃ
”এই সময়টা, অন্য সময়ের মতো, খুবই ভালো যদি নাকি আমি জানি এটা দিয়ে কি করবো বা করতে হয়।“

অপচয়ের সময়টাকে প্রিয় একটা বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ে অভ্যাস শুরু করতে পারি, অতি গুরুত্বপূর্ণ কাজ দিয়ে শুরু করতে পারি, অনেক অজানা দক্ষতা শেখায় সময়টা ব্যাবহার করতে পারি।

“সফলতা সময়কে ভালভাবে কাজে লাগানো শেখায় না, সময় ভালভাবে কাজে লাগালে সফল হওয়া যায়।“

যদি না জানি আগামী সময় কিভাবে খরচ করতে যাচ্ছি তাহলে প্রকারন্তরে অন্যকে সফল হতে সাহায্য করছি। সফল মানুষেরা সময়ের মুল্য, অগ্রাধিকার এবং নিরবিচ্ছিন্ন অভ্যাস নিয়ে অনবরত চিন্তা করেন। কি করে আরও ভালো ভাবে সময় কাজে লাগানো যায় তা নিয়ে তাঁরা সচেতন থাকেন।

অন্যদিকে আমরা অনেকেই ক্যালেন্ডার হাতে পেলে ছুটির দিনগুলো মার্ক করি। দেখি বৃহস্পতিবারে কতটা ছুটি আছে!!

বিলেতের রাজা Richard 11 এর উপর উইলিয়াম শেক্সপিয়ার ১৫৯৭ সালে একটা নাটক প্রকাশ করেন। সময়ের অপচয় নিয়ে রাজার একটা আক্ষেপ ছিলঃ
“I wasted Time, now doth Time waste me. -(Richard 11)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.