নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

মালেকের স্বপ্নেরা খেলা করে ঐ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪

মালেকের স্বপ্নেরা খেলা করে ঐ

মালেক ভাইকে নিয়ে গানটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। সত্যিই মালেক ভাই আমাদের জন্য সুদীপ্ত প্রেরণা। সে সুদীপ্ত প্রেরণায় নতুন মাঝি হয়ে ছুটে চলি আশার তীরে। গানটি সবার কাছে ছড়িয়ে দিন।



মালেকের স্বপ্নেরা খেলা করে ঐ

রাতের আঁধার কালিমা চিরে-

শিকারীর বুলেটে আহত পাখি

থামে না তো হায়, উড়ে যায় নীড়ে।


চাঁদের টানে, জোয়ার আসে, নদীর দুকূল ধুয়ে

হাজার প্রাণে মালেক আসে বিপ্লবী সুর ছুঁয়ে।

কালেমার রোশনায় জ্বলে উঠে ঐ

লাখো জনতার সাহসী ভীড়ে।।


মালেকের স্বপ্নেরা খেলা করে ঐ।।।।।।


চারদিকে ক্যাম্পাসে, আঁধার আঁধার

মালেকের চেতনাকে জাগাও আবার,

চাই না তো আর পাপের নদী, অন্ধযুগের গ্লানি

হাজার মালেক ডাক দিয়ে যায়, গড়তে জীবন খানি।

সুদীপ্ত প্রেরণায় নতুন মাঝি

ছুটে চলে আজ আশার তীরে।।

মালেকের স্বপ্নেরা খেলা করে ঐ। (লেখক- জীবনতরী চলছে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.