নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

চোর যখন পীর হয়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

বাংলাদেশে প্রতিদিন খুন হচ্ছে প্রতিনিয়ত.. কিন্তু সব খুন কি একরকম বা সাধারন মানুষের তেমনি লিখছি এমন এক ব্যাক্তি সম্পর্কে যিনি সম্প্রতি খুন হন রাজধানীর গোপীবাগে পীর ফারুক নামের এক ব্যাক্তি।

নাম তার লুৎপুর রহমান ফারুক বা পীর ফারুক। কাজ তার মানুষের সেবা করা এবং মুরিদদের শিক্ষা দেয়া। কিন্তু তিনি যদি হন একজন চোর তাহলে কেমন হবে।

তা হলে শুনুন তার কাহিনী----

লুৎফর রহমান ফারুকের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। ১৯৯৯ সালে চুরির দায়ে গ্রাম্য সালিশের বিচারের রায়ে তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়।

মুসলমানদের কাছে সর্বোচ্চ সম্মানীত মহানবী হজরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটুক্তি করার জন্য ২০০৪ সালে গণপিটুনির শিকার হয় সে।

ফারুক নিজেকে একজন পীর আলেম বুজুর্গ হিসেবে পরিচিত করে তোলে। ধর্ম-কর্মের নামে ভন্ডামীর আড়ালেই বাড়তে থাকে ফারুকের মুরিদ। ধর্মান্ধ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে রাতারাতি তার আর্থিক অবস্থাও বদলে যায়। এক পর্যায়ে সে নিজেকে হজরত ইমাম মাহাদীর সৈনিক বলে দাবি করে।

ভন্ডামীই কি খুনের কারণ? নাকি অন্য কিছু ?

তাই চোখ খোলা রাখুন এবং সচেতন হোন তাহলে সুন্দর হবে আমাদের জীবন,,,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.