নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

হে অনন্তের অভিযাত্রী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

হে অনন্তের অভিযাত্রী
- মাহাদী হাসান জেমস ভাইয়ের স্বরণে

শরতের এই কাশফুল হঠাৎ করে
দমকা হাওয়ায় দুলে উঠলো।
তীব্র দহনের ভিতর বয়ে গেল
একটু খানি শীতল বাতাস।

দিনের অপরহেৃ আকর্ষিক এক যাত্রা শুরু হলো তোমার ।
চাকচিক্যের আলোক ঝলকানো পৃথিবীকে বিদায় জানিয়ে
মহান আল্লাহর পণে ছুটে চলার এটাই হল তোমার মহাযাত্রা।

পার্থিব সুখ আর লালসাকে পিছনে ফেলে
হে অকৃত্রিম বন্ধু তুমি পাড়ি জমালে অনন্তের দিকে।
জীবনের বাঁধ ভাঙ্গা উল্লাস সেতো তোমার কাছে মরিচিকা,
খোদার সন্তুষ্টির জন্য তুমি করেছো দীর্ঘদিন কারাবরণ।

ভোগ বাদী হায়নাদের হিংস্র নিগ্রহের শিকার হয়েছো তুমি বারবার।
তোমারই দৃশ্যমান অস্তিত্ব আমাদের কাছে আজ অনুপ্রেরণা।
আর এখন তোমাকে খুজি হামযা-খালিদের সারিতে,
খুজতে খুজতে চলে আসি আব্দুল মালেক ভাইয়ের সারিতে।

কিন্তু- একি! দুনিয়াবী মোহ আর নিদ্রার প্রচ্ছন্নতার
ব্যাকুলতায় যেন আমার এই পাপিষ্ট আত্বা।
অনন্তের অভিযাত্রীদের দিকে তাকালে
ভোগভাদের আস্তাকুড়ের ভিতর হতে শুনি মানব মুক্তির জয়গান।

সেখানে লাখো শহীদের কন্ঠে ধ্বনিত হয়
নারায়ে তাকবীরের শ্লোগান।
আল্লাহর দ্বীনের পাগল ঐ সকল মুজাহিদদের কন্ঠের মাঝে
একটি সুর সে যেন তোমারই নাকি আমারই আড়ষ্টতা তা আমি কখনই বুঝিনা।

এগুলো ভাবতে ভাবতে হঠাৎ যেন মনে হয়
তুমি তো মহাব্যাস্ত তোমার নতুন নতুন সফটওয়্যার নিয়ে,
সে সফটওয়্যার মানব মুক্তির সফটওয়্যার
দুনিয়ার কোন খেল তামাশার সফটওয়্যার নয়।

তোমার অনন্ত যাত্রার দিন শুধুই
চেয়ে চেয়ে দেখেছিলাম তোমার কফিন, সেদিন একফোটা ও কাঁদতে পারিনি।
শুধু এই ভয়ে মহান প্রভূ সাক্ষাতের যে শাশ্বত যাত্রা,
সেখানে আমার মতো পাপীর কান্নায় কিছুই হলেও ব্যাঘাত ঘটতে পারে।

কিন্তু আজ তুমি হয়তো অনেক দুরে
হৃদয়ের সবটুকু আবেগ মাঝে মাঝে জড়ো হয়,
বেদনার এক তরঙ্গ মালা সৃস্টি হয় হৃদয়ের কুঞ্জরে
তোমার স্মতির আর্তনাত আর আমার অসহয়াত্বের কারনে
নিঃশব্দ কান্নার চরম তুফান হৃদয়ে সৃষ্টি হয়,
ভিতর থেকে আমি হই ক্ষত বিক্ষত ।

হৃদয়ক্ষত কান্নার -পানি দিয়ে তৈরী হয় এক স্বপনীল সাগর।
যে সাগরের মাঝে ভেসে উঠে দ্বীপ।
আর মনে হয় তুমি হারিয়ে যাওনি বন্ধু, তুমি হারিয়ে যাওনি।
তুমি আজ মহান মেহমান,
আমাদের মহান সষ্ট্রা আল্লাহ রব্বুল আলামীন তিনিতো শ্রেষ্ট মেহমানদার ।

হে অনন্তের অভিযাত্রী
তোমার ঠিকানা হোক ফেরদাউস, আমারাও আসছি..... সে পথে।
আল্লাহ আমাদের কবুল করুন। - .... আমিন

(লেখক- মো: জাকির হুসাইন, সিভিল ৩য় বর্ষ, ডুয়েট)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.