নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
মা তোমার যার হয়না তুলনা
লালন করেন যিনি
আদর করেন যিনি
সোহাগ ভোলানো আছলি মা
পরশ ও মনি।
যাদু মাখা হাতের আদর
ভোলাতো যায় না
সবাইতো ভূলে গেলে ওমা ভূলে না।
সবচেয়ে প্রিয় মা জননী
তাকে দু:খ দিও না।
জীবন বোরে থাকি যেন
তোমার পাশে মা
আমায় ছেড়ে কবু তুমি
চলে যেও না।
সে প্রিয় মা বিদায় নিল
আর খুজে তো পাইনা।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০
রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: পৃথিবী মায়ের মত আপন কেহ নাই।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৮
মামুন ইসলাম বলেছেন: মায়ের তুলনা শুধুই মা।