![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
আজ আমরা চোখ খুললেই দেখি হত্যা, ভাংচুর, হানাহানি, মারামারি, সীমান্তে মানুষ খুন।আমরা বিগত সময় দেখেছি এখন ও দেখছি দেশের যে কোন পরিস্থিতে আমরা দেখতাম সরকারী দল কোন প্রকার ঘটনা ঘটালে বিরুধীদল তাদের যে কোন কর্মসূচী বাস্তবায়ক করে থাকে। হয় জালাও পোড়াও না হয় ভাংচুর ইত্যাদি হত্যাদি। এটা কি আমাদের জন্য সঠিক হচ্ছে? নাকি আমরা আমাদের ক্ষমতা প্রদর্শীন করছি প্রতি নিয়ত? গত কাল জামায়াতের বর্তমান আমীর মাওলানা নিজামীর সাহেবের ফাঁসির রায় হল। এত করে কি হল সারাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর জন্য দায়ী কে? সরকারী দল তার ক্ষমতাকে অপব্যবহার করে তারা তাদের শক্তি প্রদর্শন করছে। আর বিরোধীদল তাদের শক্তিকে ক্ষমতা হিসাবে ব্যবহার করে এই সকল প্রতিহিংসা মূলক পরিস্থিতি সৃষ্টি করছে।তাই সরকার এই সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে খাটাচ্ছে রাস্তার কুকুরের মত। তাদের হাতে মারা হচ্ছে বাংলাদেশের অসংখ্য নিরিহ মানুষ।খালি হচ্ছে হাজারো মায়েদের কোল।এতে দেখা যায় আমরা যা করছি তা আমাদের অভ্যন্তরিন ব্যপার হয়ে দাঁড়াচ্ছে। আমরা আমদের নিজের ভাইয়ের গলায় নিজে চুরি চালাচ্ছি নিরধিদায়।
আজ আমাদের দেশের এই সকল প্রতিকূল পরিস্থিতি ঠেকাতে আমরা আমাদের সীমান্ত প্রহরীদের (বি জি বি) কে আমরা খাটাচ্ছি।কিন্তু তার ফলে আমরা হারাতে হচ্ছে আমাদের দেশের মানচিত্রের পরিধি। সীমান্তে নিরধিদায় খুন হচ্ছে ফেলানীর মত হাজারও মানুষ। কিন্তু আজ আমরা আমাদের ক্ষমতার বড়াইয়ে হারাচ্ছি আমাদের ঐতিহ্যকে। আমরা প্রতিনিয়ত অনেক ঘটনাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছি। এত কিছুর মধ্যে একটা চরম বর্বর, নৃশংস, হিংস্র ঘটনার খবর আমাদের চোখ এড়িয়ে যায় !!
তেমনি একটা ঘটনা ঘটল গতকালকে হবিগঞ্জ সীমান্তে । সেখানে আমাদের ৩ জন বাংলাদেশীকে নৃশংসভাবে পিটিয়ে মেরেছে ভারতের লোকজন ! তাদের পুরো গ্রামবাসী অনেকটা উৎসবের মত, একসাথে এসে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই বাংলাদেশীদেরকে। পিটিয়ে মেরেই শুধু তারা ক্ষান্ত হয় নি ! পিটিয়ে মেরে ফেলার পরে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের চোখ তুলে নেওয়া হয়েছে !! সারা শরীর খুঁচিয়ে খুঁচিয়ে উল্লাস করেছে। দেখা যায় ভারতের সাথে পাকিস্থানের সীমান্ত বা চীন সীমান্ত কিন্তু বাংলাদেশের সাথে সীমান্তের কয়েকগুন বেশি। কিন্তু পাকিস্থান বা চীন সীমান্তে যদি ভারত একটা গুলি ছোড়ে,তারা ১০ টা গুলি ছূড়ে তার কড়া জবাব দেয়, পাকিস্থান বা চীনের একজন নাগরিককে মারলে ভারতের ৩-৪ টা ফালাইয়া দেয়
তাদের নাগরিকদের পিটিয়ে মেরে উল্লাস করা তো দূরে থাক !! আমাদের বিজিবি-কে কেউ যদি এখন হিজড়াদের সাথে তুলনা করে (ভাই মাফ করবেন), তাহলে হিজড়াদের অপমান করা হবে। কারণ হিজড়াদের দোকানে দোকানে টাকা চাওয়া বা নেওয়া দেখলে তাদের হিম্মতে আপনি অবাক হবেন !! বিজিবি-র সেই হিম্মতটুকুও নেই !!! আসলে কি এই সরকার ভারতের লিখিত কৃতদাসে পরিণত হয়েছে !! সেখানে বিজিবি তো চুড়ি পড়া ভীতু হিজড়ার চেয়েও আরো কিছু একটা হবে এটাই স্বাভাবিক ! কিন্তু আজ তাদের কে ব্যবহার করা হচ্ছে দেশের নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে তাদের ক্ষমতা গিরি দেখানোর জন্য।
কিন্তু এটাতো আমাদের কাম্য ছিল না! আমরা কি তাহলে স্বাধীন করেছি আমাদের এই দেশকে ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের মধ্যে দিয়ে এই দেশকে অনের তাবেদারী করার জন্য? হায়রে দেশ হায়রে ক্ষমতা, নিজের পায়ে পাড়া দিয়ে অন্যের উপর মাতবারি।তাই বলা যায় দেশটা আজ রসাতলে চলে শুধু ক্ষমতার বলে।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৩০
বাতাস০০০১ বলেছেন: ধন্যবাদ ভাই, কোন টা যে ঠিক তা বুঝা মুশকিল। আমার দরকার মৃত্যুর পর লাখো মানুষের জানাযা। তা আমি কি করতে পারি????
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৩০
রাফা বলেছেন: হা,হা,হা-কি আমার দেশপ্রেমরে ভাই।নিজ দেশের সিমান্তরক্ষী বাহিনি বিজিবি-কে নিয়ে আপনার উক্তি থেকেই বুঝা যায় আপনার দেশপ্রম।
পৃথিবীর কোন দেশে এত স্পর্ধা দেখেছেন যুদ্ধাপরাধীদের পক্ষে হরতাল দিয়ে আন্দোলন করা হয়?
এমনকি তাদের পক্ষে কথা বলার জন্য সাস্তি হয়ে যায় উন্নত বিশ্বে।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪
বাতাস০০০১ বলেছেন: আপনার কথায় একমত। ভাই আমার মনে হয় আপনি ভূলে গেছেন ফেলানীর সঠিক বিচার আমরা আজও পায়নি। তার কারণ জানেন কারন আমাদের বিজিবির আসল শক্তিযে আমরা আগেই ভেঙ্গে দিয়েছি। মনে পড়ে ২৫,২৬ ফেব্রয়ারীর কথা। আজ এরাতো শুধু বোর্ড়ার গার্ড নট শক্তি।
তবে আপনি কি দেখাতে পারবেন কোন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিরুধীদলের কিছু নাম করা নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। কয়টা দেশে এমন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে ? ভাই আমিতো বলেছি আমিও চাই সেই বিচার যে বিচার হবে নিভেজাল। আপনি কি চান না???
৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৫
দ্যা লায়ন বলেছেন: আপনাকে একটা প্রাণীর সাথে তুলনা করতে পারলে ভালো লাগতো,কিন্তু ঐ প্রাণীটা নাকি দেশে আজকাল অনেক দামি হয়ে গেছে।যাকগে সেই কথা বিজিবিকে হিজড়া বলে সত্যি প্রমাণ করলেন আপনি ভারতীয় কোন নাগরিক অথবা ভারতের দালালী করেন।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭
বাতাস০০০১ বলেছেন: আপনার কথার প্রশংসা না করে পারলাম না। আসলে আজ কাল একটা মানুষের চেয়ে অনেক অনেক দামি আমাদের সমাজের একটা প্রানী। প্রানীর মধ্যেও যতটুকু মনুষ্যত্ব বোধ থাকে তা আজ আমাদের মত মানুষের মনে ও কখনো আসে না। আমরাতো আজ প্রানীর চেয়েও খারাপ হয়ে যাচ্ছি।
আর ভারতের দালালীর কথা বললেন তা তো আমরা নিজ চোখে দেখলাম একটি সুইচ টিপার কারনে যদি বাংলাদেশ ১০ ঘন্টা অন্ধকারে থাকতে হয় ভাই আমি কেন স্বয়ং বাংলাদেশ সকল মানুষকে অনায়াশে দালালীর ভাগ বইতে হবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১২
জামান শেখ বলেছেন: জয় বাংলা বাদ দিয়ে বলুন জয় ভারত মাতা। সমালচনা না করে সরকারের চামচামি করুন না হলে মুক্তিযোদ্ধা হতে পারবেন না, রাজাকার হয়ে যাবেন।