নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

আমি কেন নেতার সন্তান হলাম না ?????

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:১২

আমি যখন নেতার ঘরের সন্তান -
আমার জন্ম হতো কোন নামি দামি হাসপাতালে এসি কোন বার্থে।আমার মুখে দেওয়া হতো সোনার চামুচ। আমার জন্য আনা হত দেশ বিদেশী নামি দামি খেলনা। একটু রোগ হলে আমার জন্য চলে আসতো হাজারো নামি দামি পাশ করা ডাক্তার। আমার জন্য কিনা হত দামি শপিংমলের সবচেয়ে দামি পোশাকটি । আমি পড়তাম দেশের নাম করা স্কুলে। আমার পড়ার জন্য রাখা হত সবচেয়ে বড় ভার্সিটির সেরা ছাত্রটিকে। আমার জন্য থাকতো সকালে ডিম,পরটা,জেলি ইত্যাদি নাস্তা।আমার থাকত স্কুলের সবচেয়ে র্স্মাট বন্ধুটি। আমার জন্য থাকতো সকল মেয়েরা পাগল। তখন আমি খেতে পারতাম বন্ধুদের নিয়ে বড় চাইনিজ রেষ্টুরেন্সের খাবার। তখন লক্ষ টাকার গাড়ি চেপে সাথে একটা মেয়ে নিয়ে শা শা করে ঘুরে বেড়াতাম। কেউ দিত না আমায় বাধা।যখনই কোন বাধা আসত আমার সেল ফোনের একটি কল আমাকে দিবে সকল প্রকার অসুবিধা থেকে সুবিধা। আমি যেতে পারতাম নাইট ক্লাবে হাজার হাজার টাকা খরচ করে অগনিত সুন্দরি মেয়েদের গায়ে গা গেসিয়ে নাচতে পারতাম। কাটাতে পারতাম নামি দামি হোটেলে । রাত কাটতো আমার নামি দামি নায়িকাদের সাথে। কিছুদিন পর চলে যেতাম লন্ডন, আমেরিকা, কানাডায়। বাবার টাকায় কিছুদিন ঘুরে এসে খুলে বসতাম বিশাল ব্যবসা প্রতিষ্টান। অন্প সময়ের মধ্যে বাবার মত অনেক বড় নেতা।

আমি যখন সাধারন ঘরের সন্তান -
আমার জন্ম হতো কোন বাংগা টিনের চালের নিচে। আমার জন্য থাকতো না কোন সঠিক পরিচর্যা। পেতাম না কোন ভালো কাঁথা।শীতের রাতে আমার চিৎকারে পারত না মা ঘুমাতে। আমার থাকতো না কোন খেলনা।আমার সঙ্গি হত মাটি আর কাঁদা। আমার থাকতো না কোন ভালো জামা। আমি যেতাম নাম নেই ওয়ালা কোন পাঠশালায়।আমার জন্য থাকতো না কোন গরীব মেধাবী ছাত্র। মায়ের হাতে শিখতাম অ আ ই।রোগ হলে থাকতে হত অসহায়ের মত। পেতাম নামি কোন ভালো ঔষুধ। আমার সাথে কথা বোলতো না ক্লাসের কোন ভালো ছেলে।আমার সাথে মিশতো না কোন মেয়ে। কেউ আমার গায়ে হাত দিয়ে বলতো না তুমি আজ কি খেয়ে এসেছো। পায়ে হেটে যেতে হতো অনেক দুরের স্কুলে। আদর পেতাম না কোন শিক্ষকের।আমি বঞ্চিত হতাম স্কুলের সকল সুযোগ সুবিধা থেকে। গ্রামের সবচেয়ে নির্যাতিত ছেলে হতাম আমি। বাবার কাঠপাটা রোদের মধ্যে থেকে সামান্য উপার্জিত টাকায় সংসার চলতো আমাদের।এভাবো চলতো আমার জীবন।

এটা আমার একান্তই অনুভূতি থেকে লেখা। কারন আমি এসেছি গ্রামের ছোট্ট জায়গা থেকে। আশা করি অনেকে আছেন আমার মতো। কারণ আমি কোন নেতার ছেলে ছিলাম না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.