নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারিনা অসহায়দের পাশে দাঁড়াতে ????

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

মানুষ যে আজ কত অসহায় তা কারো সাথে না মিশলে বুঝা বড় কঠিন। প্রতি নিয়তই মানুষ সম্মুখীন হতে হয় কত না অসহায়ত্ত্বের বেড়াজালে। আমরা আজ কত নতুন সপ্নদেখি নিজের অজানা জগৎ নিয়ে। কিন্তু আমরা কি পেরেছি অন্যের সপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা কি পেরেছি আমাদের সহপাঠিদের সকল খোজ খবর নেওয়ার জন্য। আমরা কি পেরেছি অসহায় মানুষের দু:খ গুলো খুজে সুখের মাধ্যমে সমাধান দিতে। আমরা পারিনি বলেই আজ আমাদের সমাজে রয়ে গেলো হাজারো, লাখো অসহায় মানুষ। যাদের দেখার মতো কেউ নেই। যাদের নেই কোন সপ্ন। আমরা কি পেরেছি তাদের সপ্ন গুলো বাস্তাবায়ন করার জন্য। আজ এমনি একজন ভাইয়ের কথা বলব যার জীবনের সপ্নগুলো দেখলে মনে হয় আমরা কতইনা সুখে আছি। তার পরিবারের একমাত্র জিবিকার সংগ্রহ করে আসছে তার অসহায় পিতা। মানুষের জিনিস ভ্যান গাড়ীতে করে নিয়ে যায় একস্থান থেকে অন্যস্থানে। হঠাৎ এক মরমান্তীত দুর্ঘটনার মাধ্যেমে হারাতে হয় তার এক পায়ের শক্তি। কিন্তু তার হাজারো কষ্টের মাঝেও পেরেছিল তার সন্তানকে একজন ডিপ্লোমা প্রকৌশলী বানাতে। কিন্তু ছেলের সপ্নের দিকে তাকিয়ে বাবা মেনে নিয়েছে সকল দু:খ বেধনা। মায়ের কষ্টের কারণে তাকে করতে হয়েছে বিয়ে। কিন্তু তার সপ্ন ভেঙ্গে যায়। উচ্চ ডিগ্রী নেওয়ার জন্য তার অনেক আশা। কিন্তু সংসারের অভাব অনটন আর বন্ধুদের টিটকারী তে পারছেনা ভালো ভাবে পড়াশুনা করতে।
তাহলে কি সপ্নগুলো অভাবের কারনে সপ্নই থেকে যাবে? আমরা কি পারিনা আমাদের সকল চেষ্টার মাধ্যমে সে সকল ভাইদের সপ্নগুলো বাস্তবায়ন করতে। আমরা কি পারি না??? তাই আমাদের উচিত আমাদের সকল সহপাঠিদের খোজ খবর নেওয়া। তাদের সকল সুখ দু:খের সাথী হয়ে তাদের পথ চলাকে সহজ করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

খেলাঘর বলেছেন:

কে কখন সাহায্য করবে, সেটার উপর জাতি নির্ভর করতে পারে না; পড়ালেখার সিস্টেম সবাইকে সাহায্য করটে হবে।

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: সাধ্যের মধ্যে চেষ্টা করি । নিজ নিজ অবস্থান থেকে আমরা একটু চেষ্টা করলেই অনেক না হলেও কিছুটা তো হবে । না হওয়ার চেয়ে তো ভালো !

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.