![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
আমরা আজ ভুলে গিয়েছি আমাদের সকল নৈতিকতার ইতিহাস,, দিনে দিনে মানুষ সভ্য হওয়ার কথা সেখানে আমরা হয়ে যাচ্ছি পশুর চেয়েও নিকৃষ্ট। আমরা আমাদের বিবেকবোধ হারিয়ে পেলেছি অপসংস্কৃতির বেড়াজালে। আমরা ভুলে গিয়েছি আমাদের সেই পুরোনো দিনের ইতিহাস। তাই আজ আমরা আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা হিংস পশুত্বকে প্রকাশ করে ঘটিয়ে ফেলি হাজারো জারজ দেহ। কিন্তু দোষটি কার, আমাদের সমাজের নাকি সমাজে লুকিয়ে থাকা হাজারো অপসংস্কৃতিকে। নাকি নিজের বিবেক কে বিক্রি করে দিয়েছি অন্ধ ভালোবাসা নামক বিষয়টির কাছে। যার কারনে পৃথিবীতে আসা হাজারো মানব দেহকে আমরা নষ্ট করে ফেলছি আমাদের কুকর্মকে লুকিয়ে রাখার জন্য। আমরা কি পারি আমাদের মহা গ্রন্থ আল কোরআন থেকে শিক্ষা নিতে? কারন কোরআনে সুপষ্ট ঘোষনা দিয়েছেন " তোমরা যিনা নিকটবর্তী হয়োনা কারন তা নিকৃষ্ট কাজ"। তার পর ও কেন আমরা আমাদের বিবেক জাগ্রত করতে পারছিনা? কিসে আমাদের এত হতাসা? তাই আজ আমরা পারি একটি সুন্দর পরিকল্পনার মাধ্যে আমাদের বিবেক এবং সমাজকে ঐ সকল অন্যায় কাজ থেকে দুরে রাখতে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।
©somewhere in net ltd.