![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
সমাজ, শিক্ষা,সংস্কৃতি নিয়ে আজ আমাদের দেশের জ্ঞানীগুনি, শিক্ষিত সমাজ, শিক্ষাবিদ ও গুনিজনের দোঁড়ঝাঁপ অনেকটাই আগের মত দেখা যায় না। আজ মানুষ সমাজের শিক্ষা ও সংস্কৃতিকে ভূলে গিয়ে নিজের স্বার্থের জন্য রাজনীিতকে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে মনে করে। কিন্তু এই রাজনৈতিক ব্যক্তিবর্গের কারনে আমাদের শিক্ষা ব্যাবস্থা ও সংস্কৃতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি তা কি তারা বুঝে? এতে করে যেমনি আমাদের সংস্কৃতি ধ্বংশ হয়েছে তেমনি আমাদের শিক্ষা ব্যাবস্থায় নকল, নেশা, ইভটেজিং ও মাদকের অগ্র গতির ফলে সামাজিক মুল্যভোধের যে পরিমান অভক্ষয় হচ্ছে, তাকি কেউ দেখার আছে?
সমাজের ভালো মানুষের হাজারো চেষ্টা থাকে সমাজের সকল আবর্জনা দূর করার জন্য, কিন্তু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের ভয়ে অথবা জোর প্রচেষ্টার বা সৎ ইচ্ছা না থাকার কারনে যেমন কোন কিছু বাস্তবায়ন হয় না তেমনি কিছু সুবিধা ভোগী লোক সে সকল সুবিধা গুলোকে রাজনৈতিক ভাবে নিজের জন্য হাসিল করে নেয়। এতে করে প্রকৃত অর্থ সঠিক ভাবে ব্যবহার না হয়ে নিদিষ্ট কিছু মানুষের আয়ের পথ সুগম করে।
সমাজের ঐ সকল লোকদের কারনে আজ শিক্ষা প্রতিষ্টানে সঠিক ভাবে শিক্ষার উপকরণ পাচ্ছে না এবং আদর্শবান লোক না থাকার কারনে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা সঠিক শিক্ষার আলো থেকে সরে এসে নেশার মত অন্ধকারের পথ বেচে নিয়েছে। এতে করে আগামি জাতি হয়ে যাচ্ছে মেধাশুন্য।
তাই আসুন আমাদেরকে সঠিক আদর্শ গ্রহনের মাধ্যমে সমাজের সকল আবর্জনাকে দূরে ঠেলে দিতে হবে।।।
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪
বাতাস০০০১ বলেছেন: আপনি সঠিক বলেছেন,,, মেধাকে মুল্য দিতে না জানলে এই অবস্থা তো হবেই..
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
"এতে করে আগামি জাতি হয়ে যাচ্ছে মেধাশুন্য। "
-জাতির বর্তমানরাই বেশীরভাগ মেধাশুন্য