![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
নারী-পুরুষ সবাই চান তাকে কমবয়সী দেখাক। তাই অনেকে প্রকৃত বয়স গোপন করেন। কিন্তু বয়স নিয়ে কেন এই লূকোচুরি? গবেষণায় দেখা গেছে, পুরুষের চেয়ে নারীর মধ্যে এই প্রবণতা বেশি। নারী কেন বয়স লুকান তার কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা।
বিয়েঃ
বেশির ভাগ পুরুষ বিয়ের ক্ষেত্রে কম বয়সী মেয়েদের প্রাধান্য দিয়ে থাকেন। তাই পাত্র যাতে তাকে অপছন্দ না করেন, সেজন্য বয়স কমিয়ে বলেন। ঘনিষ্ঠ বন্ধুদের মেয়েরা সঠিক বয়স কখনো বলতে চান না।
সহজে মন পাওয়াঃ
পুরুষের মন পাওয়ার জন্যও মেয়েরা অনেক সময় বয়স লুকিয়ে থাকেন। কোনো কোনো নারী ভাবেন বয়স কমিয়ে বললে পুরুষের মন সহজে পাওয়া যাবে। এ ধারণা থেকেই বয়স কমিয়ে বলেন অনেক নারী।
বুড়িয়ে যাওয়াঃ
মেয়েদের মধ্যে বুড়িয়ে যাওয়ার ভয় খুব প্রবল। এ ভয়ে তারা নানা উপায়ে রূপচর্চা করেন। তাকে দেখতে অনেক বয়সী মনে হতে পারে, এ ভয়েই মেয়েরা আসল বয়স কখনো বলতে চান না।
নিজেকে তারুণ্যদীপ্ত দেখানোঃ
নারী নিজেকে সবসময় পুরুষের কাছে তারুণ্যদীপ্ত হিসেবে প্রকাশ করতে চান। তাদের ধারণা বয়স কম করে বললেই নিজেকে কম বয়সী মনে হবে। কিন্তু, এটি তাদের ভুল ধারণা। আর এ ভুল ধারণা থেকেই মেয়েরা নিজেদের বয়স লুকান।
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬
বাতাস০০০১ বলেছেন: না ভাই ইমো লাগবে না,,,
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০
নতুন বলেছেন: পুরুষ সমাজে বেশী বয়সের মেয়েদের চেয়ে যুবতী/তরুনী দের বেশি পছন্দ করে...
কুড়িতে বুড়ি... তাই কেউ বুড়ি হইতে চায়না...
মেয়েরা কেন বয়স লুকায়ঃ >> পুরুষের জন্য...
০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮
বাতাস০০০১ বলেছেন: তা ঠিক,, সব কিছু তাজা চাওয়া প্রবনতা আমাদের সমাজে অধিক প্রচলন হয়ে গিয়েছে,, তবে ভালো বয়স লুকানো,,
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৯
বাতাস০০০১ বলেছেন: পুরুষের মন পাওয়ার জন্যও মেয়েরা
অনেক সময় বয়স লুকিয়ে থাকেন,, আসলে কি ঠিক,,??
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫
হতাস৮৮ বলেছেন: হুম জাতি বুঝতে পেরেছে......এই জন্য আপনাকে অনেক গুলো
কিন্তু ইমো তো খুঝে পাচ্ছি না... আচ্ছা পরে নিয়েন...