নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

লুঙ্গীতে বেল্ট, চেইন এবং পকেট লাগানোর জন্য আবেদন।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

মাননীয়,
লুঙ্গী মন্ত্রনালয়।
বিষয়ঃ লুঙ্গীতে বেল্ট, চেইন এবং পকেট লাগানোর জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, বন্ধুদের আড্ডায় লুঙ্গি পরে গেলে তারা লুঙ্গি ধরে টানাটানি করে খুব সহজেই লুঙ্গির পেচ খুলে যায় তখন
তাদের হাত থেকে লুঙ্গি বাঁচানো মুশকিল হয়ে যায়, এমন ও
হইছে তাদের টানাটানির কারনে লুঙ্গি ছিড়ে গেছে তখন বাসায়
পৌঁছানু মুশকিল হয়ে যায়, পেটে যখন খিদা লাগে তখন ও লুঙ্গীর পেচ লুজ হয়ে লুঙ্গি চলে আসে হাঁটুতে, এমনকি রাতে লুংগি
পরে ঘুমালে সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বালিশে আর লুংগি বিছানার এক কোণে, তাই লুঙ্গীতে বেল্ট লাগানো অতি জরুরী। যাহারা ডাইবেটিক্স রোগী তারা ঘর থেকে বের হলে বেশি প্রস্রাব করার প্রয়োজন পড়ে অনেক সময় তাড়াহুড়া করে বসতে গিয়ে তারা লুঙ্গি ভিজিয়ে ফেলে তাই যে হারে ডাইবেটিক্স রুগীর সংখ্যা দিন দিন বাড়ছে লুঙ্গিতে চেইন লাগানো খুব খুব দরকার, লুঙ্গিরপেচে কিছু রাখলে হারিয়ে যায় তাই লুঙ্গিতে পকেট থাকা ও
দরকার।
অতএব, সবার নিকট আবেদন আসেন যে যেখানেই থাকেন সকল লুঙ্গি কোম্পানির সামনে একটা মানব বন্ধন করি লুঙ্গীতে
বেল্ট চেইন আর পকেট লাগানোর জন্য আর স্মারকলিপি দেই লুঙ্গি কোম্পানির মালিক আর লুঙ্গি মন্ত্রনালয়ের কাছে।
বিনীত,
একজন অসহায়,
লুঙ্গি পরিহিত তরুন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: দেশে এখন নারী নেতৃত্বের জয় জয় কার । তাই এই মুহূর্তে আপনার লুঙ্গি আছে কি নাই তাহা ভাবিবার সময় মন্ত্রনালয়ের নাই। লুঙ্গি ছাড়া শরীরের কোন অঙ্গ খোয়া গেলে পুলিশ ডাকুন ও উদ্ধার করুন। বেল্টের নিচে চেন আর চেন খুলিলেই সোনা তাই সরকার চেন নিষিদ্ধ করিতেছে। সরকার বেবি ডায়াপার বড় সাইজের উৎপাদন বৃদ্ধি করিতেছে । ইহা রেশনে পাওয়া যাইবে।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৪

বাতাস০০০১ বলেছেন: ভাই আমি আর কি বলবো সবি তো আপনি বলে পেললেন,, তবে ঠিক বলেছেন, মানুষ যখন গুম হয় তখন পুলিশ তা না খুজে লুঙ্গির নিচে কি আচে তা খুজে দেখার দায়িত্ব দিলে কেমন হয়,,,???

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৭

নিজাম বলেছেন: সমর্থনযোগ্য

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮

বাতাস০০০১ বলেছেন: সমর্থনযোগ্য না হয়ে উপায় আচে,,, খুললাই গেলেইতো মান সম্মান উধাও,,,

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর সম্ভবত কোন পোস্ট পোস্ট পড়ে হাহাহাহা হোহোহো হেহেহেহে করে হাসছি ।

ভালো ভাবে লুঙ্গি পড়ার কোন ট্রেনিং সেন্টারের আবেদন করতে পারেন।

:P =p~

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬

বাতাস০০০১ বলেছেন: ভাই সরকারের অনুমতি না থাকলে পরে এটাকে অবৈধ ঘোষনা করা হবে,, তাই আগে সরকার থেকে পাশ করে নি,,

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

আরজু পনি বলেছেন:
পড়ার বদলে পরা হবে :|

তবে ট্রেনিং সেন্টারে অবশ্য পড়াশুনাই করতে হয়।

আর আপনি মডুর হাসির জবাব দেননি কেন ? :||
স্কিপ করে জবাব দেয়া কিন্তু ভালো ব্লগারের লক্ষণ না ...কোন ইমোটাযে দিব বুঝতে পারলাম না। :#) #:-S 8-|

১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৫০

বাতাস০০০১ বলেছেন: ধন্যবাদ ভূল সংশোধনের জন্য,,
আর হাসির কথা কি বলবো,, বেল্ট ছাড়া লুঙ্গি পরলে তো হাসি আসবই,, কারন আমরা এখন মর্ডান মানুষ,, আর অনেকেই বিপদে পড়ে কাঁন্দে,,
আর ভাই আমিতো ভালো ব্লগার না,, মাত্র লিখা শুরু করলাম, দোয়া করবেন,,

৬| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা ভালো প্রস্তাব ।

১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪

বাতাস০০০১ বলেছেন: এ ছাড়া কোন উপায় নাই,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.