নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
আমরা তো আমরাই,,,
'আমরা' তো 'কাউকে' বাদ দিয়ে নয়। সমাজের যারা শুভ চিন্তা করে সবাই 'আমরা'। কাউকে হত্যার বিরুদ্ধে আন্দোলন করা কিংবা কারো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করা মানে তার সব বিষয়ের সাথে একমত হওয়া নয়। আমরা কারো বিপক্ষে নই। আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে।
আমরা মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে, অর্থ্যাৎ স্বাধীনভাবে সবাই যার যার ধর্ম পালন করবে। ভীন্নধর্মী কাউকে ধর্ম পালনে বাধা দেয়া যেমন অন্যায়, নিজ ধর্মের কাউকে ধর্ম পালনে বাধা দেয়াও তেমন অন্যায়। কে কার ধর্ম কিভাবে পালন করবে, অথবা আদৌ করবে কিনা সেটা ব্যাক্তির স্বীদ্ধান্ত। এই স্বীদ্ধান্তে হস্তক্ষেপের অধিকার কাউকে দেয়া হয়নি। আমরা শুধু আমাদের জায়গা থেকে কোনটা ভালো আর কোনটা খারাপ তার মত প্রকাশ করতে পারবো। এতে কারো কোন প্রকাশ মন্তব্য থাকার কথা নয়।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
বাতাস০০০১ বলেছেন: আপনাকে ধন্যবাদ... সুন্দর পরামর্শ দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। -একটা বিরাট অংশের জন্য সত্যি কিন্তু গুটিকয় যারা অশান্তি লাগিয়ে ফায়দা তুলতে চায় বা বুঝের পাগল তাদের ছাড়া।