![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।
একদিন এক ছেলে তার মাকে বলতেছিল ,,
ছেলেঃ মা আমি নতুন জামা কিনব,
মাঃ কেন বাবা?
ছেলেঃ সবাই নতুন জামা পরে,শুধু আমিই পুরাতন জামা পরি, আমার আর পুরাতন জামা পরতে ভালো লাগেনা।
মাঃ দেখ বাবা, তোমার বাবাতো মারা গেছে, কোন ভাবে আমাদের দিন চলে, নতুন কাপড় কেনার টাকা কই পাবো?
মায়ের কথা শুনে ছেলে মন খারাপ করে চলে গেল,,,,,,,,, বিকেল বেলা মা তাকে কিছু টাকা দিল এবং বলল,,, যা নতুন জামা কিনে আন, ছেলে খুশি মনে বেড়িয়ে গেল। সন্ধ্যা বেলা সে একটি শাড়ি নিয়ে ফিরে এলো,,,,,,,,
মা অবাক হয়ে বলল,,,,,, একি করেছিস বাবা!!!
ছেলেঃ আমি পুরাতন জামা পরলে চলবে, কিন্তু তুমি ছেড়া শাড়ি পরলে চলবে না, মা তুমি আমার জান্নাত,আমি কি করে তোমার পরনে ছেড়া শাড়ি দেখতে পারি?
এরুপ সন্তানের উপর মা কি রকম খুশি হতে পারে? একটু ভেবে দেখুন তো,,,
জেনে রাখুন, মা বাবাকে খুশি করতে দামি কোন জিনিসের প্রয়োজন হয়না, nতারা অল্পতেই অনেক খুশি হয়, তাই আসুন
আমরা যে অবস্থায় থাকিনা কেন,সবসময় মা বাবার প্রতি খেয়াল রাখি,এবং শ্রদ্ধা, ভালোবাসা ও মাঝে মাঝে ছোট ছোট
উপহার দিয়ে তাদের খুশি রাখি।
আল্লাহ তা'য়ালা আমাদের প্রত্যেককেই বাবা মার খেদমত করে জান্নাতের পথ প্রসস্থ করার তাওফিক দিন।
আমিন।
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
বাতাস০০০১ বলেছেন: আমিন...
২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলে ঋণের শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবে না আমা মা মাগো...
+++
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
বাতাস০০০১ বলেছেন: আসলে মাকে অনেক মিস করছি... ধন্যবাদ ভাই।
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৮
বিদ্যুৎ বলেছেন: অসাধারণ। আমিও আমার বাবা মাকে খুব মিস করি। সবার বাবা মা ভাল থাকুক।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
আহলান বলেছেন: আমিন ..