নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা করবেন তা বুঝে শুনে করবে, অহেতুক নিজের প্রশংসা করবেন না।

বাতাস০০০১

আমি একজন সাধারন মানুষ আমি মানুষের কথা বলি, দেশের কথা বলি। আমি যা বলি আর যা লিখি তা একান্তই আমার ব্যক্তিগত ধারনা।

বাতাস০০০১ › বিস্তারিত পোস্টঃ

মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে।
স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে.বলল: কী চমৎকার ভালোবাসার দৃশ্য! এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে ।
দেখল: সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরেঅন্য দিকে ফিরে বসে আছে । স্ত্রী দেখে বলল: আহ!
ভালোবাসার কী নির্মম পরিণতি! স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন: ধরো!
এই কাঁচের টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারো,আর দেখো কীঘটে! মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ
ক্ষিপ্ত হয়ে গেল । সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো । দেখ কী ঘটে।পুরুষ
বানরটার আচরণ লক্ষ্য কর। স্ত্রী কাঁচের টুকরোটা বানরীর দিকে ছুঁড়ে মারল । দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা
আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না। স্বামী বলল: মানুষ তোমার সামনে যা প্রকাশ করে
তাদেখে প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট , লোক দেখানো আবেগ- অনুভূতি প্রকাশ
করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীরঅনুরাগ-ভালবাসা লুকিয়ে রাখে।
আর বর্তমানে সিংহদের চেয়েবানরদের সংখ্যাই বেশি..!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপা এমন সুন্দর লিখাটির জন্য। খুব ছোট এবং সুন্দর কিন্তু জানিনা এত মানুষ পড়ার পরও কোন মন্তব্য করেনি। আমি খুব মুগ্ধ আপনার লেখায়। সময় কম পায় তবে ধীরে ধীরে আপনার সব লেখা পড়ে নেব। আপনাকে আমার প্রিয়তে রেখে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.