নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দি এমপেরর

দি এমপেরর

দি এমপেরর › বিস্তারিত পোস্টঃ

নিন সবাই, মিষ্টিমুখ করুন

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮



এই ছবিটা কী অর্থ বহন করে তা আশা করি সামুর ব্লগারদেরকে না বোঝালেও চলবে! এটি এমন এক আরাধ্য আর আকাঙ্ক্ষিত ছবি যেটির জন্য প্রত্যেক নবীন ব্লগার তীর্থের কাকের মত হাঁ করে অপেক্ষা করে থাকে। আর এই ছবিটা তার চোখের সামনে ভেসে ওঠা মানে বিরাট এক যুদ্ধ জয় করে বীরবেশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুনোর জন্য দৃঢ় পদক্ষেপে সামনে অগ্রসর হওয়ার রাস্তা খুলে যাওয়া। হ্যাঁ, আমি বলছিলাম নতুন ব্লগারের সেফ হওয়ার জ্বলজ্বলে সাইনবোর্ড এই ছবিটার ব্যাপারে। যেখানে কাউকে প্রথম পাতায় লেখার অনুমতি প্রদান করার ঘোষণা লেখা রয়েছে। আর এই ছবিটা সংশ্লিষ্ট ব্লগারের প্রথম চোখে পড়ার অনুভূতি আশা করি পুরনো ব্লগারদের ব্যাখ্যা করে বোঝাতে হবে না?

আরে এটা হচ্ছে এই অধমের প্রথম পাতায় অ্যাকসেস পাওয়ার ঘোষণাপত্র।

তাহলে আর ব্যাখ্যার আশায় বসে আছেন কেন?

নিন, অধমের পক্ষ থেকে মিষ্টিমুখ করুন।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: মিষ্টির পরে আর কিছু থাকলে দিয়েন :)

২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

দি এমপেরর বলেছেন: মিষ্টি খেয়ে পেটের অবস্থা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এখন কি আর অন্য কিছু খাওয়ার জায়গা পেটে আছে? ট্যাবলেট খেয়ে যে হাঁসফাঁস অবস্থা কাটিয়ে উঠবেন তারও তো উপায় নেই। কারণ ট্যাবলেট খাওয়ার জায়গা পেটে অবশিষ্ট থাকলে কি আর আরেকটা মিষ্টি ট্রাই করতেন না? :)

যাইহোক, খেতে পারেন আর না পারেন যেহেতু চেয়েছেন তাই আপনাকে আপনার নিজের জিনিস দিয়েই আপ্যায়িত করলাম।


২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

রাকু হাসান বলেছেন: ফুুলেল শুভেচ্ছা অাপনাকে ,ব্লগের পথচলা ,দীর্ঘ থেকে দীর্ঘতর হোক ,শুভকামনা থাকবে

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০২

দি এমপেরর বলেছেন: আপনার এমন উইশকে কী দিয়ে মূল্যায়ন করব বুঝতে পারছি না। আপনার জন্য ফুলের এই তোড়াটা।

৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

সনেট কবি বলেছেন: দারুণ খুশীর বিষয়।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩

দি এমপেরর বলেছেন: অনেক প্রীত হলাম শ্রদ্ধেয়!

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

সুললিত ফন্ট পেইজে।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪

দি এমপেরর বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা! উৎসাহিত করলেন।

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন, লিখুন!

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৬

দি এমপেরর বলেছেন: আপনাকেও প্রীতি ও শুভেচ্ছা! অনুপ্রেরণা পেলাম।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০

কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন, শুভ কামনা রইল।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

দি এমপেরর বলেছেন: ভাই, আপনার বিশাল তোড়াটা আমার ড্রয়িংরুমের শোভা যে বেশ কয়েকগুণ বাড়িয়ে দেবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনাকে এর চেয়ে বড় তোড়া দেয়ার ধৃষ্টতা আর দেখাই না। আপনার জন্য গোলাপীয় শুভেচ্ছা।

৭| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অভিনন্দন ভাই।।। আপনার ভাগ্য ভালো

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

দি এমপেরর বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ! আপনার ভাগ্য খারাপ সেটা বুঝতে পারছি। :( তবে ভালো হতে কতক্ষণ?

৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আট মাস হয়ে ২দিন বাকি। আমার জন্য সামুর দেয়া ৩দিন শেষ হল না। কবে শেষ হবে ৩দিন কে জানে।।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

দি এমপেরর বলেছেন: ধৈর্য ধরে লিখতে থাকুন আর কাভা ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনার ম্যারাথন তিন দিন খতম হবে!

৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

দি রিফর্মার বলেছেন: শুভেচ্ছা রইল।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

দি এমপেরর বলেছেন: শুভেচ্ছা আপনার জন্যও! মন্তব্যের জন্য ধন্যবাদ!

১০| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:০০

সাইফ আকাশ বলেছেন: অভিনন্দন রইলো।
সামুর আগামীর পথচলা শুভ হোক ।
নিরন্তর শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

দি এমপেরর বলেছেন: আপনাদের উৎসাহপূর্ণ আন্তরিকতায় কৃতজ্ঞ! শুভেচ্ছা আপনার জন্যও!

১১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম পতায় স্বাগতম।
সুন্দর দেখে প্রোপিক দিন।


@পরিসংখ্যান
পোস্ট করেছি:৩টি
মন্তব্য করেছি:৩১টি
মন্তব্য পেয়েছি:২৪টি

... অবস্থা তো করুন!!!
লেখালেখির ইচ্ছে থাকলে পরিসংখ্যানটা বাড়াতে হবে...:)

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

দি এমপেরর বলেছেন: প্রথমেই করল্লার জুস দিয়ে আপ্যায়ন! আপনি তো মনে হচ্ছে খুব আত্মবিশ্বাসী মানুষ! আপনার উপদেশ মনে রাখার যথাসাধ্য চেষ্টা করব।

১২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

আবু তালেব শেখ বলেছেন: স্বাগতম

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

দি এমপেরর বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

১৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

এখওয়ানআখী বলেছেন: চিন্তা ভাবনা পরিচ্ছন্ন। আশা করি প্রতিনিয়ত পাবো সামুতে

২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

দি এমপেরর বলেছেন: আপনার আশা যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব। শুভেচ্ছা নিন।

১৪| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ২:২২

আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: স্বাগতম.। যুক্তি পূর্ণ লেখালেখিতে মুগ্ধ ।

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

দি এমপেরর বলেছেন: আপনাকেও আমার ব্লগে স্বাগতম! আপনার মুগ্ধতায় আমি আপ্লুত! শুভেচ্ছা রইল!

১৫| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: আমি মিষ্টি খাবো না।
স্যুপ আর অনথন খাবো।

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২

দি এমপেরর বলেছেন:

এই নিন স্যুপ



আর এই নিন অনথন

১৬| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চঞ্চল হরিণী বলেছেন: আপনাকে অভিনন্দন এবং স্বাগতম। আপনার লেখা পড়িনি, পড়বো। শুভ ব্লগিং।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

দি এমপেরর বলেছেন: অভিনন্দন সাদরে গৃহীত হল। আমার লেখা পড়ার আগ্রহ দেখিয়ে দারুণ উৎসাহিত করলেন! ধন্যবাদ নিন।

১৭| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জয়নুলের কাক বলেছেন: অভিনন্দন.....

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

দি এমপেরর বলেছেন: আমার ব্লগে স্বাগতম! আশা করি খুব তাড়াতাড়িই আপনাকেও অভিনন্দন জানাতে পারব!

১৮| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: অফুরান শুভেচ্ছা আপনাকে। এবার দায়িত্ব বাড়লো।আমরা আপনার সুন্দর লেখনির অপেক্ষায় থাকবো।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১১:০০

দি এমপেরর বলেছেন: পদাতিক ভাইয়ের শুভেচ্ছা সাদরে গৃহীত হল। সুন্দর লেখা পাবেন কিনা জানি না তবে চেষ্টা অবশ্যই থাকবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ!

১৯| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
তবে আমরা এখন ও তীর্থের কাক হয়ে আছি ভাই।

....................................................................................................................................................................

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

দি এমপেরর বলেছেন: আপনার জন্য সহানুভূতি ও শুভকামনা ছাড়া আপাতত কিছুই দিতে পারছি না। আশা করি খুব শীঘ্রই আপনার তীর্থের কাকের জীবনের পরিসমাপ্তি ঘটবে!

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: ওয়েলকাম ব্যাক মিঃ সম্রাটভাইয়ু?

তো কি মনে করে এতদিন পরে এলে ভাইয়ামনি?

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

দি এমপেরর বলেছেন: প্রথম পাতায় অ্যাকসেস পাওয়ার পর আর কিছু লেখাই হয়ে ওঠেনি। তাই মনে চাইল একটু ঢুঁ মেরে আসি

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক অভিনন্দন এবং ব্লগে বিলম্বিত সুস্বাগতম!

শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় হোক আপনার এ ব্লগে বিচরণ!

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১০

দি এমপেরর বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার শুভকামনা সশ্রদ্ধচিত্তে গ্রহণ করলাম।

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

সোনালি কাবিন বলেছেন: তিন বছর বিরতি দিয়া আঁতকা আয়া পড়লেন আবার আমাদের মাঝে। সুস্বাগতম।

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

দি এমপেরর বলেছেন: আপনিও তো দেখি প্রায় আমারই মত। বছরাধিককালে পোস্ট মাত্র তিনটি!
যাকগে, আপনার জন্য শুভকামনা।

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

সোনালি কাবিন বলেছেন: না ভাই, মন্তব্যে আপনি আগিয়ে আছেন। তিন বছর বিরতির পর মন্তব্য করলেন। ধৈর্য বটে।

সেফ করে নাই এখনো। সেফ না হলে পোস্ট দিলে কেউ দেখার সম্ভাবনা কম।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৩

দি এমপেরর বলেছেন: আপনার জন্য সমবেদনা ছাড়া দেওয়ার মত আপাতত আর কিছু নেই। তবে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



১ম পাতায় লেখার সুযোগ তো কাজে লাগাননি!

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮

দি এমপেরর বলেছেন: ঠিক বলেছেন। কাজে লাগাতে একটু গড়িমসি ছিল।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনারা কি করে যে ব্লগটা ছেড়ে থাকতে পারেন বুঝিনা। ফিরে আসুন ব্লগে.....

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৯

দি এমপেরর বলেছেন: পদাতিক ভাই, সামুর নোটিফিকেশনের প্রবলেমের কারণে আপনার কমেন্টের রিপ্লাই দিতে প্রায় তিন বছর চলে গেল। :(
কবে যে সামুর এই প্রবলেমটা সলভ হবে!
ফিরে এসেছি ভাই। ফিরে আসার আহবান জনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিলম্বিত সুস্বাগতম ! অনেক সময় কেটে গেলো দেখছি !
ব্লগের প্রথম পাতায় আপনার কন্ট্রিবিউশনের অপেক্ষায় রইলাম !

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৩

দি এমপেরর বলেছেন: ওহ! কী আর বলব!! সামুর এই নোটিফিকেশনের গ্যাঁড়াকলে আপনাদের কমেন্ট চোখেই পড়েনি। এতদিন পর পুরনো পোস্টগুলোতে ঢুঁ মারতে গিয়ে দেখি অনেক কমেন্ট রিপ্লাইবিহীন পড়ে আছে। :(

প্রথম পাতায় কন্ট্রিবিউশনের বয়স অনেকদিন হয়ে গেছে। কমেন্টে ঝাজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.