নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দি এমপেরর

দি এমপেরর

দি এমপেরর › বিস্তারিত পোস্টঃ

ওপারে ভালো থেকো হিবা

২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩১





ফিলিস্তিনের একজন স্বাধীনতাকামী জনপ্রিয় তরুণী ঔপন্যাসিক, কবি, শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মী হিবা আবু নাদা। পুরো নাম হিবা কামাল সালেহ আবু নাদা। জন্ম ১৯৯১ সালের ২৪ জুন মক্কায়। ২০১৭ সালে সৃজনশীলতার জন্য তার উপন্যাস ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড’ শারজাহ পুরস্কার লাভ করে। হিবা গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গাজার ওপর ইসরাইলি অবৈধ দখল উৎখাত, এতিমদের জীবনের মানোন্নয়ন, মানবাধিকার এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেন।

গত ২১ অক্টোবর ইসরাইলের বিমান হামলায় গাজার খান ইউনুস শহরে নিজ বাড়িতে নিহত হন।

তাঁর প্রতিটি কবিতায় মাতৃভূমি ফিলিস্তিনের জন্য পরম মমত্ববোধ আর ভালোবাসা ফুটে উঠেছে।

গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর তিনি লিখেছিলেন-

রকেটের তীব্র আলোর ঝলকানি ছাড়া গাজার রাত্রিতে এখন
নিকষ অন্ধকার,
বোমার শব্দ ছাড়া এই নগরীতে অন্য কোনো আওয়াজ নেই।
একমাত্র প্রার্থনার শান্তি ছাড়া এই সময়টা বড়ই দুঃসহ!
শহীদদের আলো ছাড়া বড়ই অন্ধকার এই শহর!
শুভ রাত্রি, হে আমার গাজা নগরী! শুভ রাত্রি!

নিহত হওয়ার আগে তিনি আরও কয়েকটি স্ট্যাটাস দিয়েছিলেন।

সর্বশেষ ২০ অক্টোবর মাতৃভূমি ফিলিস্তিনের দুঃসহ অবস্থা নিয়ে লেখা তাঁর শেষ স্ট্যাটাসটি তুলে ধরলাম-

نحن في غزة عند الله بين شهيد وشاهد على التحرير وكلنا ننتظر أين سنكون.. كلنا ننتظر اللهم وعدك الحق".

আমরা এই গাজা (নগরীতে) আল্লাহর সাথে (এই মাতৃভূমির জন্য) শহিদ ও মুক্তি আন্দোলনের সাক্ষীর মাঝে অবস্থান করছি। আমরা সবাই অপেক্ষা করছি; আমরা কোথায় থাকব? হে আল্লাহ! আমরা সবাই প্রতীক্ষায় আছি তোমার মহাসত্য প্রতিশ্রুতির।

(মূল আরবি থেকে অনূদিত)

-সম্রাট

সূত্র: ইন্টারনেট।

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৭

বাউন্ডেলে বলেছেন: আমিন! তার শহিদী মর্যাদা বিশ্বের সকল লেখকদের জন্য অহংকার।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২

দি এমপেরর বলেছেন: ধন্যবাদ। সঠিক বলেছেন।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৩

দি এমপেরর বলেছেন: তাঁর লেখা ও দেশপ্রেম অন্যদের জন্য অনুপ্রেরণা।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:



আল আজহার থেকে গাজায় প্রবেশ করাটা ভুল সিদ্ধান্ত ছিলো; নিজ দেশকে ভালোবাসলে, অবস্হার কারণে ওর উচিত ছিলো পশ্চিম তীরে থাকা।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১০

দি এমপেরর বলেছেন: একেকজনের দেশপ্রেমের গভীরতা একেকরকম। আজ যারা প্রবাসে বিলাসী জীবন যাপন করে দেশপ্রেমের ফুটানী দেখায়, তাদের মধ্যে শতকরা কতজন নিজ দেশে অবস্থান করে দেশের জন্য অকাতরে প্রাণ বিসর্জন করার দুঃসাহস রাখে বলে আপনি মনে করেন?

আপনার অবস্থা বানান ঠিক করুন। অবস+থা, আপনি লিখেছেন অবস+হা। 'স' এবং 'থ' যুক্ত করুন 'অবস্থা' হবে। 'স' এবং 'হ' যুক্ত করবেন না, তা হলে কিন্তু আপনার মতো 'অবস্হা' হবে।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০১

মৃতের সহিত কথোপকথন বলেছেন: একরাশ সমবেদনা

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১২

দি এমপেরর বলেছেন: সাহসী নারী। ইচ্ছে করলে বিদেশে ভালো অবস্থানে থেকে আরামের জীবন যাপন করতে পারতেন। কিন্তু নিজ দেশের প্রতি অতুলনীয় ভালোবাসায় নিজের জীবন দিতেও কুণ্ঠিত হননি।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২১

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: একেকজনের দেশপ্রেমের গভীরতা একেকরকম।

বিশেষ অবস্হায় দেশপ্রেমের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ১৯৭১ সালে ডা: জাফর উল্লাহ মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য লন্ডন থেকে কলিকাতা এসেছিলেন, ঢাকায় যাননি।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৭

দি এমপেরর বলেছেন: আপনার 'অবস্থা' বানানটি এখনও ঠিক হয়নি।

সোনাগাজী বলেছেন: বিশেষ অবস্হায় দেশপ্রেমের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ১৯৭১ সালে ডা: জাফর উল্লাহ মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য লন্ডন থেকে কলিকাতা এসেছিলেন, ঢাকায় যাননি।

তখন ভারত মুক্তিযুদ্ধের সক্রিয় সপক্ষ শক্তি ছিল। ভারত সবকিছু দিয়ে মুক্তিযুদ্ধকে সাপোর্ট দিয়েছেল। আশ্রয়, খাদ্য, অস্ত্র, সৈন্য সবকিছু দিয়ে ভারত পাশে ছিল। বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতার সক্রিয় সপক্ষ শক্তি কোন দেশকে মনে করেন আপনি? কারা অস্ত্র এবং আশ্রয় দিয়ে ফিলিস্তিনিদরেকে সাহায্য করবে বলে মনে করেন?

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেশের জন্য লড়াই করেছেন---
মহান আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৯

দি এমপেরর বলেছেন: তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৫

করুণাধারা বলেছেন: এই ধরণের পোস্ট পড়ার পর অসহায়ত্ব আর আক্ষেপে মন ভারী হয়ে যায়।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫২

দি এমপেরর বলেছেন: শুধু মন ভারী হয় না মানুষ নামের কিছু অমানুষের।

ধন্যবাদ আপনাকে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৭

শেরজা তপন বলেছেন: এক বুক কষ্টবোধ ও তাহার রুহের মাগফেরাত কামনা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। ওপারে ভালো থাকবেন এই স্বাধীনতাকামী কবি।

* আগের মন্তব্যটা একটু মুছে দিবেন দয়া করে।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৫

দি এমপেরর বলেছেন: হাজারও নিরপরাধ শিশু, মহিলা, বৃদ্ধ চিরজীবনের জন্য নিথর হয়ে গেছে। আর কখনও তাঁরা নিজ ভূমের স্বাধীনতার জন্য আক্ষেপ করবে না। সবধরনের স্বাধীনতার ঊর্ধে চলে গেছে।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "... বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতার সক্রিয় সপক্ষ শক্তি কোন দেশকে মনে করেন আপনি? কারা অস্ত্র এবং আশ্রয় দিয়ে ফিলিস্তিনিদরেকে সাহায্য করবে বলে মনে করেন? "

-যেহেতু ফিলিস্তিনের সৈন্য বাহিনী নেই, এবং যুদ্ধ করেমুক্ত হওয়ার উপায় নেই, তাদের অস্ত্রের দরকার নেই। তারা অস্ত্র ট্যাগ করলে সমস্যার সমাধান হয়ে যেতো; ১৯৯৩ সালের চুক্তিতে ইহা ছিলো।

১০| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, "... বর্তমানে ফিলিস্তিনের স্বাধীনতার সক্রিয় সপক্ষ শক্তি কোন দেশকে মনে করেন আপনি? কারা অস্ত্র এবং আশ্রয় দিয়ে ফিলিস্তিনিদরেকে সাহায্য করবে বলে মনে করেন? "

-যেহেতু ফিলিস্তিনের সৈন্য বাহিনী নেই, এবং যুদ্ধ করে মুক্ত হওয়ার উপায় নেই, তাদের অস্ত্রের দরকার নেই। তারা অস্ত্র ত্যাগ করলে সমস্যার সমাধান হয়ে যেতো; ১৯৯৩ সালের চুক্তিতে ইহা ছিলো।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৭

দি এমপেরর বলেছেন: সমাধান যে কতটুকু হতো আপনিও তা ভালো করে জানেন।

১১| ২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: গাজায় থাকা মানে মৃত্যুকে হাতে নিয়ে থাকা। ওখানে থেকে জাতির জন্য কিছু করা কঠিন ছিল।

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৯

দি এমপেরর বলেছেন: অনেকেই অনেক চেষ্টা করেছেন, আজ পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

১২| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জাতিসংঘ-আমেরিকা ছাড়া সমস্যার সমাধান কেউ করতে পারবে না। হামলা-প্রতি হামলায় প্রাণহানি আরও বাড়বে।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

দি এমপেরর বলেছেন: শুধু আমেরিকা আন্তরিক হলে সমস্যার সমাধান মাত্র কিছু সময়ের ব্যাপার।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মিরোরডডল বলেছেন:




এ বয়সে একজন মানুষের জীবনে কত স্বপ্ন থাকে!!!
ইনোসেন্ট এই মানুষগুলোর এভাবে মৃত্যু মেনে নেয়া কষ্টকর!

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

দি এমপেরর বলেছেন: শুধু এই একজনই তো নয়, এমন হাজার হাজার ইনোসেন্ট মানুষ আজ সব স্বপ্নের ঊর্ধে চলে গেছে।

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

আমি নই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

দি এমপেরর বলেছেন: এমন মৃত্যু হৃদয়ে ক্ষত সৃষ্টি করে।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৭

দি এমপেরর বলেছেন: সেই শহরের আরও অসংখ্য মানুষ, যাদের আমরা জানি না, চিনি না; এভাবেই নিস্তব্ধ হয়ে গেছে। তারা এভাবেই নীরব থাকবে সেই পুনরুত্থান দিবস পর্যন্ত।

আল্লাহ তাঁদের ওপর রহমত বর্ষিত করুন।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বিদায় , হে মসিসিংহী !

পরপারে যেন তিনি তার ন্যায় বিচারের স্বাদ পান !!

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৭

দি এমপেরর বলেছেন: আল্লাহ তাঁর ওপর রহমত বর্ষিত করুন।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৫

দি এমপেরর বলেছেন: আমিন!

১৮| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনন্তর উপরে ভালো থেকো বোন। আমরা অসহায় মানুষ ফিলিস্তিনের জন্য শুধু দোয়া করতে পারি। আল্লাহ যেন হেফাজত করেন সমগ্র বিশ্বের মুসলিমদের।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৬

দি এমপেরর বলেছেন: আমিন

১৯| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: যুদ্ধ মানেই তো মৃত্যু মৃত্যু খেলা। এই খেলা বন্ধ হোক।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৮

দি এমপেরর বলেছেন: আমেরিকা চেষ্টা না করলে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

২০| ২৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:২৯

কালো যাদুকর বলেছেন: এরকম কত করুন কাহিনী আমরা কখনো জানতেও পারবো না।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০

দি এমপেরর বলেছেন: হাজারও নিষ্পাপ শিশু, নিরপরাধ নারী ও বৃদ্ধের আহাজারিতে ভারী হয়ে আছে বাতাস। আর কত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত হবে জনপদটি কেউ বলতে পারে না।

২১| ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুব কষ্টের।

২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০০

দি এমপেরর বলেছেন: ফিলিস্তিনের প্রতিটি নাগরিকের মনে দশকের পর দশক ধরে এ কষ্ট চেপে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.