নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দি এমপেরর

দি এমপেরর

দি এমপেরর › বিস্তারিত পোস্টঃ

অপার্থিব

০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪




তুমি মাঝেমধ্যে চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হও,
অথচ চাঁদ প্রতিনিয়ত তোমাকে দেখে ঈর্ষায় পুড়ে মরে।
তুমি ফুলের সৌন্দর্যে বিমোহিত হও,
অথচ ফুলেরা তোমার আগমনে উচ্ছ্বসিত হয়ে
পরস্পরকে অভিনন্দন জানায়।
তুমি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে আনন্দ খোঁজো,
অথচ প্রকৃতি তোমাকে পেয়ে তার
রূপ-রস-গন্ধ তোমাকে উপহার দেওয়ার জন্য
নিজেকে নতুন করে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে।
তুমি পার্থিব সৌন্দর্যের প্রতি আকর্ষিত হও,
অথচ স্বর্গের অপ্সরারা তোমাকে
তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে।
তুমি তো সেই আরাধ্য ব্যক্তিত্ব,
পথও যার পদযুগলের স্পর্শে ধন্য হওয়ার জন্য
প্রতিদিন ব্যাকুল হয়ে অপেক্ষায় থাকে।
তুমি তো সেই মানবী, যার হাসিতে
মুগ্ধ হয়ে সূর্যকিরণও নিজের দৈন্যতা প্রকাশ করে।
তোমাকে প্রকাশ করার জন্য কোনো উপমা কি সামঞ্জস্যপূর্ণ?
তোমাকে বর্ণনা করার জন্য পৃথিবীর তাবৎ শব্দভাণ্ডার কি যথেষ্ট?
অথচ তোমাকে কত সহজভাবেই না বর্ণনা করার দুঃসাহস করি!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

দি এমপেরর বলেছেন: ধন্যবাদ আপনাকে। যা কিছু লিখি মন দিয়ে লেখার চেষ্টা করি।

২| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সময় কাউকে নিয়ে আমরা বেশি ভাবি, অথচ তারা এতটা ভাবনার উপযুক্ত না। নজরুলের মতো বলতে হয়, লাইলি ছিল সাধারণ এক মেয়ে। মজনু তাকে এমনভাবে সৃষ্টি করে গেল, ভগবান তো দূরের কথা; খোদ ঈশ্বরও এমনভাবে সৃষ্টি করতে পারেন না।

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

দি এমপেরর বলেছেন: খারাপ বলেননি। কাউকে খুব বেশি মূল্যায়ন করা উচিত নয়। এতে তার অহমিকা বেড়ে যায়। অথচ আমরা অনেকেই এই জিনিসটা বুঝেও মনকে প্রবোধ দিতে পারি না।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

বাউন্ডেলে বলেছেন: “চাঁদও ঈর্ষায় জ্বলে পুরে মরে”- এ না হলে কি কবি ?
চরম পাম্প-পট্টি।

০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

দি এমপেরর বলেছেন: তা যা বলেছেন। আরাধ্য মানুষের অমন একটু-আধটু প্রশংসা করা কবিদের জন্য দোষের কিছু নয়।

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। যা কিছু লিখি মন দিয়ে লেখার চেষ্টা করি।

কবিতা লিখতে আবেগ লাগে।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

দি এমপেরর বলেছেন: আবেগে ভেসে গিয়ে এখন অকুল পাথারে সাঁতরাচ্ছি।

৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:




ভালো লেগেছে।
শুধু তাই না, লেখাটা পড়ে মাইলসের অনেক পুরনো এবং প্রিয় একটি গান মনে পড়লো।

তুমি না এলে
এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা
যদি দূরে রও
স্বপ্নগুলো আমার ভেঙে যাবে, জানো না






০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৫

দি এমপেরর বলেছেন: ওহ! মেনি মেনি থ্যাংকস। ভালো লাগায় প্রীত হলাম। গানের লিরিকটা সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.