নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দি এমপেরর

দি এমপেরর

দি এমপেরর › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টির সীমানায়

০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৯




সযতনে রেখে দিয়েছি জীবনের
সেইসব দুর্লভ স্মৃতির মায়া,
যে মায়ার স্পর্শে নির্ভাবনায় ছুটে চলে
ফুরফুরে সময়ের মিছিল;
রয়ে যায় সবকিছু- আয়ত চোখের ভাষা,
সুকোমল দৃষ্টি, স্মিতহাসি, উচ্ছল চপলতা,
বেহিসেবি আলাপন;
অদৃশ্য সুতোর টানে বাঁধা পড়ে
জীবনের সব চাওয়া, সময় হয়ে ওঠে
আরও কাঙ্ক্ষিত, আরও বর্ণিল।


মায়াবিনী!
জানো কি, নিস্তব্ধ রাতের আলাদা একটি সৌন্দর্য আছে?
জানো কি, তোমাকে নিরবতা আর নিস্তব্ধতায় সবচেয়ে বেশি অনুভব করা যায়? যখন বিশ্ব চরাচর একদম চুপ হয়ে যায়, যখন পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেমে গিয়ে সময় হয়ে ওঠে একান্তই আপন, ঠিক তখনই তোমার সাথে শুরু হয় অনুচ্চারিত আলাপন? তুমি কি অনুভব করতে পারো নিস্তরঙ্গ সময়ের চুপিচুপি ফিসফাস? তোমার কর্ণকুহরে কি মূর্ছনা জাগায় কারো নৈঃশব্দ্যের মৃদু ঝংকার? তুমি কি কখনও কখনও সুনসান রাতে একাকী নিঃশব্দে দূর দিগন্তে চোখ রেখে আনমনে হারিয়ে যাও কোনো অজানা গন্তব্যে? যদি তাই হয়, তবে মনে রেখো, কারো অস্তিত্ব অতি সন্তর্পণে তোমার হৃদয়ের একান্ত প্রকোষ্ঠে আসন গেড়ে নিচ্ছে। যদি উদাস মুহূর্তগুলোতে অনুভব করো কাউকে, তবে নিঃসন্দেহে তুমি কারো মনের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গ্যাছো।
জীবন ক্ষয়ে ক্ষয়ে ধীরে ধীরে নিঃশেষের দিকে ধাবিত হবে, কিন্তু ভালোবাসা কখনও ফুরোবে না। মায়ায় জড়ানো মন একবার কারো কাছে বাঁধা পড়লে আজীবন তার সাথে থেকে যায়; হাজার চেষ্টাতেও তার থেকে বিচ্ছিন্ন করা যায় না।
মন বলে-
তোমাকে এভাবেই জড়িয়ে রাখি নিশিদিন নিজের অস্তিত্বের সাথে, জড়িয়ে রাখি নিজের প্রার্থনাতে, জড়িয়ে রাখি নিজের বরাদ্দ পাওয়া অমূল্য হায়াতের সাথে।

-সম্রাট
















মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৬

লিখন২০১৬ বলেছেন: বালা লিকচেইন বাহে।

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৬

দি এমপেরর বলেছেন: ধন্যবাদ লিখন২০১৬ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.