নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলহামদুলিল্লাহ! বিজয় অর্জিত হয়েছে। দেশ স্বাধীন হয়েছে আর বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে সাধারণ মানুষ। এখন সবার জন্য উৎসবের সময়। সুদীর্ঘ ১৫টি বছর মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচার সরকার মানুষের মুখে লাগাম পরিয়ে রেখেছিল। পুরো দেশটার আবহাওয়া গুমোট হয়ে গিয়েছিল। হাঁসফাঁস অবস্থায় ঠিকমতো শ্বাস নিতে পারছিল না মানুষ। আলহামদুলিল্লাহ! এখন সবাই মুক্ত। ব্লগের পাতায় ব্লগারদের খরাও কেটে যেতে শুরু করেছে। অনেক ব্লগারের উপস্থিতি দেখা যাচ্ছে বর্তমানে। নিকট অতীতে একসাথে এতজন ব্লগার লগইন অবস্থায় ছিলেন বলে আমার মনে পড়ছে না। আশা করি এখন থেকে ব্লগ আরোও জমজমাট হবে এবং ব্লগাররা মন খুলে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।
নতুন দিনের আর নতুন সূর্যের শুভেচ্ছা। অভিনন্দন সবাইকে।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
দি এমপেরর বলেছেন: সেই প্রত্যাশায় ও নতুন দিনের অপেক্ষায়। শুভেচ্ছা রইল।
২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৩
কামাল১৮ বলেছেন: লুটপাট করে বিজয় উপভোগ করুন।ভাদে কি পেলেন।হাস মুরগি ছাগল যে যা পারছে লুট করে নিচ্ছে।এই লুটপাট কবে শেষ হবে কেউ জানে না।
০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৭
দি এমপেরর বলেছেন: শুনেছি আপনি দেশের বাইরে থাকেন। স্বৈরাচারী সরকার আপনাকে পে করত কিনা আমি জানি না। আপনার কমেন্টগুলো অবশ্য সেদিকে ইঙ্গিত করে। কিন্তু এখন তো আর পে করার সুযোগ নেই। এখনও কি চাটুকারিতা না করলেই নয়? না কি এখনও কিছু পাওয়ার আশা আছে?
হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যখন আপনার দোসররা এ দেশটাকে ফাঁপা করে ফেলছিল তখন কোথায় ছিল আপনার এসব রদ্দিপচা নীতিকথা? শত শত নিরীহ ছাত্র-জনতাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো তখন কোথায় ছিল আপনার তথাকথিত বিবেক?
আপনি বয়স্ক মানুষ, আপনাকে হয়ত এমন কঠিনভাবে বলা উচিত হলো না। কিন্তু আপনার নেত্রীকে যেমন হুঁশে আনতে ছাত্ররা ডোজটাকে কড়া করতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনই আপনাকেও হুঁশে আনতে একটু কড়া ডোজ দিতেই হলো।
৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৪৭
প্রহররাজা বলেছেন: যে দেশের মানুষের প্রধান উৎসব প্রকাশ্যে পশু হত্যা সেই দেশের মানুষগুলা জম্বী থেকে আলাদা নয়।
০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৬
দি এমপেরর বলেছেন: আপনি সাম্প্রদায়িক উস্কানীতে আমি প্রতিক্রিয়া দেখালাম না। কিন্তু এরপরেও যদি আপনার আচরণ পরিবর্তন না হয় তাহলে প্রতিক্রিয়াটা কেমন হয় দেখতে পাবেন।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৩
নব অভিযান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কি নিয়ম মেনে চলছেন? আমি কি সুযোগ পাবনা?
২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৭
দি এমপেরর বলেছেন: কিশোর মাইনু খুব সুন্দর করে বলে দিয়েছেন। আশা করি আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না!
আপনি কি ফার্স্ট পেজে অ্যাকসেস পেয়েছেন?
৫| ১০ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: এটা ছিল যথার্থই ছাত্র জনতার বিজয়। মিডিয়া এখন স্বাধীন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে আগুন। দুই জন ছাত্র এখন মন্ত্রী । ইনকিলাব জিন্দাবাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কারণে।
২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
দি এমপেরর বলেছেন: ধন্যবাদ কবি। আমরা এখন নতুন করে সবকিছু গড়ে তুলতে চাই।
কমেন্টের রিপ্লাইয়ে দেরী হওয়ার জন্য দুঃখিত। সব দোষ নোটিফিকেশনের।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৩:০১
কিশোর মাইনু বলেছেন: @নব অভিযান ভাই, আল্লাহর ওয়াস্তে ধের্য ধরেন ভাই। পর্যবেক্ষণে রেখে নুন্যতম তিনদিন রাখা হবে বলেছে। তার মানে এই নই যে তিন দিন পরে সবাইকেই সুযোগ দেওয়া হবে। একটি ধৈর্য ধরেন। আপনার লেখা আস্তে আস্তে প্রথম পাতায় আসবে। আপনি আপনার মত ব্লগিং করুন। ব্যাগিং না করে কাজের মন্তব্য করুন। আলোচনায় অংশ নিন। তাহলে ঠিক ই প্রথম পাথায় জায়গা পাবেন। আপনার ৫০টা মন্তব্যের মধ্যে স্রেফ এই এক কমেন্টের পুনরাবৃত্তি কয়বার ভাই??
রাগ করিয়েন না, বুঝানোর জন্য বললাম। আপনার লেখা প্রথম পেজে আসছে কই আসছে না সেটা নিয়ে মআথা ঘামানো বন্ধ কঅরে দিয়ে ব্লগিং করুন। আপনার লেখা ভাল হলে অটো পাবেন প্রথম পেইজে। এমনকি একদিন দেখবেন নির্বাচিত পেইজে ও চলে আসছে আপনার লেখা।
২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৭
দি এমপেরর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
কমেন্টের রিপ্লাইয়ে দেরী হওয়ার জন্য দুঃখিত। সব দোষ নোটিফিকেশনের।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৩
নয়া পাঠক বলেছেন: আশা করা যায় এখন আমাদের সত্য বলার সাহস বেড়ে যাবে, আমরা এখন থেকে ন্যায়-কে ন্যায় আর অন্যায়-কে অন্যায় বলার মত সত সাহস পাব। বাকস্বাধীনতা পাবো, সেই সাথে দেশ থেকে দূর্ণীতি, ঘুষ, সন্ত্রাসবাদ সব কিছু ধীরে ধীরে দূর করতে পারবো।