নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে কয়েকদিন বেশ আলোচনা আর চুলচেরা বিশ্লেষণ চলছে স্বৈরাচার সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয় নিয়ে। লেখালেখি হচ্ছে স্বৈরাচার পতনপরবর্তী কর্মকাণ্ড আর দেশের পরিস্থিতি নিয়ে। এর মধ্যে বেশিরভাগ ব্লগার যারপরনাই খুশি হয়েছেন ফ্যাসিস্ট সরকারের যাঁতাকলের নিষ্পেষণ থেকে মুক্তি পেয়ে। কিন্তু কিছু ব্লগার যেন কোনোমতেই স্বৈরাচার সরকারের পতনটা একদমই মেনে নিতে পারছেন না। একের পর এক পোস্ট প্রসব করে যাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছিদ্রান্বেষণ করে আর প্রাণপাত করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা প্রমাণ করতে। তারসাথে, আন্দোলনে কারা ছিল, কোমলমতি ছাত্রদেরকে কারা ফান্ডিং করেছে ইত্যাদি প্রলাপ বকতে বকতে মাথা বিগড়ে যাওয়া অবস্থা। এমন ব্লগার বেশ কয়েকজনই সামুতে আছেন। তাদের মধ্যে কয়েকজনের তো রীতিমত ভীমরতি ধরার অবস্থা। কখন কী লিখছেন, আগের পোস্টে কী লিখেছিলেন আর পরবর্তীতে কী লিখছেন সেটার কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না। যেমন: উপরের ছবিতে দেখুন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বেকুব বলা হয়েছে
আবার দেখুন এখানে
এখন আপনাদের কাছে জানতে চাওয়া- স্বৈরাচার সরকারের পতনে এমন স্ববিরোধী কথাবার্তা বলা বর্তমানে ব্লগে মাথা খারাপদের তালিকা করলে প্রথমে কার নাম আসতে পারে?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৭
দি এমপেরর বলেছেন: স্ববিরোধী বক্তব্যের ব্যাপারে আপনার অভিমত কী?
২| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
দেশের এই ভয়ংকর অবস্হা সুস্হ মানুষের মাথাকে বিগড়াতে দিতে পারে, গুলিয়ে দিতে পারে; তবে, আপনার মাথায় জন্ম থেকে আবর্জনা থাকায়, কিছুতেই আপনার মগজ বিগড়াবে না।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৩
দি এমপেরর বলেছেন: আপনার মগজ বিগড়ে গিয়ে থাকলে বলুন, আমাদের দেশে হেমায়েতপুর নামক একটি জায়গা আছে।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৪
সোনাগাজী বলেছেন:
আমি আমেরিকায় থাকি ও ফ্রি চিকিৎসা পাই।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭
দি এমপেরর বলেছেন: ফ্রি চিকিৎসা পাওয়া মগজের ওপর বিশ্বাস নেই, অতি অল্পতেই বিগড়ে যেতে পারে
৪| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৪
সাইবার সোহেল বলেছেন: কি আর বলবো রে ভাই, আমরা বাঙালীরা সব সময় পরশ্রীকাতর, আর সমালোচনা প্রিয়। নিজের যোগ্যতা যাই হোক অন্যকে ছোট করে বা অপমান করে দারুণ মানষিক প্রশান্তি পাই. .. চালুনি বলে সূঁচ কে তোর পিছে ছ্যাদা অনেকটা সেরকম আর কি..। রাজবাড়ি না ফরিদপুরের উপজেলা বা ইউনিয়নের ২ পাতি নেতা ২হাজার কোটি টাকা পাচার করে দেয় তাতে সমস্যা নেই, প্রধাণমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক অসুবিধা নেই, হলমার্ক, বিসমিল্লাহ্ গ্রুপ হাওয়ার উপর হাজার হাজা কোটি টাকা লোন নিয়ে মেরে দিলে সমস্যা নেই। কিন্তু ডঃ ইউনুস কিছু করলেই দোষ, সুদখোর, টাকা লোপট করছে ইত্যাদি কথা শুরু.। বাঙালীর দৃষ্টিভঙ্গি মরলেও বদলাবে না মনে হয়...।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫
দি এমপেরর বলেছেন: কিছু কিছু লোকের খাওয়া-ঘুম সবই উচ্ছন্নে গেছে। আওয়ামী স্বৈরাচারের পরাজয় তাদের চিন্তাক্ষমতাকে বিগড়ে দিয়েছে।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কার কার নাম আসতে পারে আপনার পোস্টের মন্তব্য থেকেই বুঝতে পারবেন।
মানুষ এত বেশরম নির্লজ্জ বেহায়া হয় কিভাবে?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০১
দি এমপেরর বলেছেন: বুঝতে তো পারছিই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৪
সোনাগাজী বলেছেন:
ড: ইউনুস শিবিরমুক্ত না'হলে, উনার সময় গৃহযুদ্ধ লেগে যাবে।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৫
দি এমপেরর বলেছেন: যুদ্ধটা আপনি আমেরিকায় বসে না লাগালেই হলো।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
@গিয়াস উদ্দিন লিটন ,
আপনি কি আমাকে টানতে চাচ্ছেন?
১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৮
দি এমপেরর বলেছেন: না না, উনি চরম বেহায়া আর একদম নির্লজ্জদের টানতে চাইছেন।
৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩১
নয়া পাঠক বলেছেন: ভয়ংকর গোখরা সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আম্লীগ..... ভুলেও বাংলার সাধারণ আমজনতা তাদের কোনদিন ভোট দিবে বলে মনে হয় না..... যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়..... আর যদি না ভোট চুরি করে বা অন্যকোন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে। যদিও আওয়ামী চরিত্র অনুযায়ী তারা সেরকম কোন পন্থা অবলম্বন করেই পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা চালাবে। তার নমুন ব্লগের কিছু দালাল.. লুটের টাকার ভাগিদার.... আর চামড়া বদলে ফেলা কিছু কুলাঙ্গার যারা শত অপকর্ম করেও ভালো মানুষের মুখোশ পরে স্বৈরাচার, সন্ত্রাসীদের দালালী করে বেড়ায়, আর সুযোগ পেলেই দল পাল্টায়, মত পাল্টায়।
১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৬
দি এমপেরর বলেছেন: দালালদের মাথা একেবারে গেছে। কখন কোথায় কী বলছে নিজেরাও জানে না। ওদের এই দশা দেখে কিছুটা করুণা বোধ করছি।
৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬
শেরজা তপন বলেছেন: উপরোক্ত কথাগুলো কি একজনই বলেছেন? কে বলেছেন একটু ধারনা করলেও আমি নিশ্চিত নই(!)
তবে এমন হলে তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত সম্ভবত, তাই এই রোগটা সন্মন্ধে একটু জেনে নিনি;
ডিমেনশিয়া মস্তিস্কের এমন একটি বিকৃত অবস্থা যখন কোন কিছু মনে রাখা কঠিন হয়ে যায় অথবা চিন্তার স্বচ্ছতা থাকে না। চরিত্রগত ভাবে ডিমেনশিয়া একটি সততঃ বর্ধিঞ্চু ক্ষয় জনিত রোগ যা মানুষের স্মৃতি, চিন্তা, আচরন ও ভাবাবেগকে প্রভাবিত করে। এখানে প্রধানতঃ যেসব লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলোঃ
স্মৃতিশক্তি হ্রাস পাওয়া
কিছু বলতে গিয়ে সঠিক শব্দ খুঁজে না পাওয়া বা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।
নিত্যকর্ম বা গতানুগতিক কাজসমুহ করতে না পারা বা আগে সুষ্টুভাবে যেসব কাজ করতেন সেসব করতে অসুবিধা বোধ করা
ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটা ।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৮
দি এমপেরর বলেছেন: ডিমনেশিয়া ছাড়াও আরও কিছু রোগে ভুগছেন তারা। যেমন, ভিমরতিনেশিয়া, মস্তিষ্কবিকৃতিনেশিয়া, স্বৈরাচারনেশিয়া ইত্যাদি ইত্যাদি।
১০| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৪
জটিল ভাই বলেছেন:
চাঁদগাজি বেঁচে থাকলে হয়তো প্রথমে উহার নামই আসতো। কিন্তু.......
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯
দি এমপেরর বলেছেন: তার না থাকাতে বড় কষ্ট পাচ্ছি। উনার নামটা না আসাতে কষ্ট আরও বেড়ে যাচ্ছে
১১| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: আবর্জনা প্রিয় যার সে তো কথায় কথায় আবর্জনাকে টানবে। সুশিক্ষা নেই, পলাতক,বিবেক বুদ্ধি প্রতিবন্ধী, চাপাবাজির মাস্টার মাইন্ড ধোঁকাবাজের জন্ম বেড়ে ওঠা সব কাজকারবার আবর্জনাকে নিয়ে। কাজেই এমন ডার্টি লোকের মগজে সুচিন্তা আটে হয়নি যখন আশিতেও হবে না। এমন পাজি লোকের যে কারণে কমেন্ট পোস্ট ও প্রতিমন্তব্যে ভেদবমি করা ছাড়া বিকল্প কিছু পারেনা।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭
দি এমপেরর বলেছেন: কয়েকদিনের মধ্যে ভীমরতির ছাপ স্পষ্ট হয়ে গেছে। হেমায়েতপুরে কিছুদিনের জন্য বেড়িয়ে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করা উচিত ছিল।
১২| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
ভুয়া মফিজ বলেছেন: আমাদের সবাইকে ভুয়া মুক্তিযোদ্ধা আর ছুপা রাজাকারদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা গুজব রটনার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় আছে। দেশের সব বৃক্ষ প্রেমিকদেরকে অনুরোধ করবো, বেশী বেশী করে কাঠাল গাছ রোপণ করুন। দেশী-বিদেশী ছাগলদের পুষ্টিহীনতা আমরা একেবারেই সহ্য করবো না।
আর রপ্তানী উন্নয়ন ব্যুরোকে অনুরোধ করবো, কাঠাল পাতা রপ্তানী পন্যে অন্তর্ভুক্ত করা হউক। বিদেশে অবস্থানরত দেশী ছাগলগুলো যেন নিয়মিত পুষ্টি পায়, এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫০
দি এমপেরর বলেছেন: ওকে, কাঁঠালপাতা রপ্তানীর আপনার আবেদন যথাযথ কর্তৃপক্ষ সমীপে পৌঁছে দেওয়া হবে। তারা পুষ্টির অভাবে অকালে পটল তুলুক তা আমরা চাই না।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
কামাল১৮ বলেছেন: ছাত্রদের হয়তো চিনি না,জানিনা তাদের অতীত কার্যকলাপ।কিন্তু উপদেষ্টাদের অনেককেই চিনি জানি তাদের অতীত কার্যকলাপ।
ইউনুস সাহেবকে দেেশ বিদেশের অনেকেই চিনে জানে ,জানে তার অতীত কার্যকলাপ।সে একজন বড়মাপের টাউট।বড়মাপের বললাম এই জন্য যে সে ধরা ছোয়ার বাইরে থেকে টাউটারি করে।
দেশের সবাই জানে গ্রামীন ব্যাক তার সে প্রমান করে দিলো গ্রামীন ব্যাংক তার না।