নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দি এমপেরর

দি এমপেরর

দি এমপেরর › বিস্তারিত পোস্টঃ

ক্ষত বয়ে বেড়াতে হবে আজীবন

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯



ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে। আস্তে আস্তে শরীরের ক্ষতগুলো শুকিয়ে যাবে। দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়বে সবাই। শুধু স্বাভাবিক হতে পারবে না কিছু মানুষ, যাদের আপনজনদের চিরতরে কেড়ে নেওয়া হয়েছে তাদের বুক থেকে। মনের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে চিরস্থায়ীভাবে, তা আজীবন বয়ে বেড়াতে হবে পাথরের চেয়েও ভারী বোঝার মতো। অশ্রুসিক্ত চোখে বারবার ভেসে উঠবে চিরতরে হারানো আপনজনদের স্মৃতি। আহ, কী নিষ্ঠুর! কী যন্ত্রণাময়!! পুরো পৃথিবীর সম্পদের বিনিময়েও কি সে ব্যথা দূর হবে?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

নতুন বলেছেন: আমরা ৬ দিন বয়সে আমাদের বড় মেয়ে কে হারিয়েছিলাম।

এখন আমাদের জীবনের সবটুকু জুড়েই আছে ডানা। কিন্তু প্রথম সন্তান হারানোর এখনো থেকে সেরে যায় নাই। এখনো শারমিন ওর বয়সী কোন মেয়ে দেখলে বলে আমাদের মেয়েটা এখন এতো বড় হতো।

এতো বড় সন্তানদের হারানোর মানে বাবা মা তাদের জীবনের অর্থ হারিয়ে যাওয়া। সেটা কি সবাই বুঝতে পারে?

রাজনিতিকদের কাছে মৃত্যু মানে কিছু সংখ্যা মাত্র।

যার সন্তান হারায় সেই বোঝে কতটা কস্ট থাকে হৃদয়ে।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৭

দি এমপেরর বলেছেন: আপনার আর আপনার সহধর্মিনীর জন্য অন্তরের অন্তস্তল থেকে গভীর সমবেদনা। মাত্র ৬ দিন বয়সী মেয়েকে আপনারা এখনও ভুলতে পারছেন না, আর যারা সন্তানদেরকে লালন-পালন করে এত বড় করেছেন তারপর ঘাতকের তপ্ত বুলেট কেড়ে নিয়েছে উচ্ছল প্রাণগুলো, তাদের কষ্ট কতটুকু সেটা কি কল্পনা করা সম্ভব?



২| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১

মিরোরডডল বলেছেন:





এটাই চরম বাস্তবতা, সবাই একসময় ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে কিন্তু যারা কাছের এই মানুষগুলোকে হারিয়েছে, তারা সারাজীবন এই কষ্ট সাথে নিয়ে চলবে।

যে কোন মৃত্যু কষ্টের কিন্তু এরকম তরুণ প্রাণের হঠাৎ নির্মম মৃত্যু মেনে নেয়া খুব কঠিন, অনেক বেশি কষ্টদায়ক।




১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৬

দি এমপেরর বলেছেন: মিরোরডডল বলেছেন:





এটাই চরম বাস্তবতা, সবাই একসময় ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে কিন্তু যারা কাছের এই মানুষগুলোকে হারিয়েছে, তারা সারাজীবন এই কষ্ট সাথে নিয়ে চলবে।


আপনজন হারানোর তীব্র ব্যথা আর যন্ত্রণায় এই মানুষগুলো কতটুকু ক্ষয়ে যাবে তা আমরা কখনও কল্পনাও করতে পারব না। আর কোনো মায়ের বুক এভাবে খালি হওয়া দেখতে চাই না। ঘৃণা করি হিংসা আর হত্যার রাজনীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.